পানামা পেপার কাণ্ড, অমিতাভের বিরুদ্ধে তদন্তে আয়কর দফতর

Updated By: Aug 14, 2017, 08:30 AM IST
পানামা পেপার কাণ্ড, অমিতাভের বিরুদ্ধে তদন্তে আয়কর দফতর

ওয়েব ডেস্ক: পানামা পেপার কাণ্ডে আগেই নাম জড়িয়েছিল অমিতাভ বচ্চনের। এবার তা নিয়ে তদন্তে নামল আয়কর দফতর। অমিতাভ সহ পানামা পেপার কাণ্ডে ‌যাদের নাম উঠেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে আয়কর দফতর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একজন আধিকারিককে পাঠাল।

সম্প্রতি পানামা পেপার কাণ্ডে নাম জড়ানোয় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন নওয়াজ শরিফ। ওই একই কাণ্ডে নাম রয়েছে ভারতের বেশকিছু বিশিষ্ট ব্যক্তিত্ব সহ বলিউডের কয়েকজন তারকার। আয়কর দফতরের এক আধিকারিক টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, তদন্তে কোনও খামতি নিই। এ ব্যাপারে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন-গোরক্ষপুর হাসপাতালে শিশুদের বাঁচানোর 'নায়ক' চিকিৎসক কাফিল খান বরখাস্ত

উল্লেখ্য, গত বছর অমিতাভ বচ্চন জানিয়েছেন বিদেশে তাঁর কোনও ব্যবসা নেই। বিদেশ থেকে তিনি ‌যে অর্থ আয় করেন তা আসে দেশের আইন মেনেই। এখন বিগ বি-র ওই বক্তব্য খতিয়ে দেখছে আয়কর দফতর। এ ব্যাপারে এক উচ্চপদস্থ আধিকারিককে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-যে দেশে হামিদ আনসারি নিরাপদ, সেখানে তাঁর চলে ‌যাওয়া উচিত, মন্তব্য আরএসএস নেতার

উল্লেখ্য, পানামার আইনি সহায়তা সংস্থা মোসাক ফনসেকা সম্প্রতি ফাঁস করে দুনিয়ার ৫০টি দেশের ১৪০ জন রাজনীতিবিদের বিদেশে ব্যাঙ্ক আকাউন্ট রয়েছে। সেখানে জমা রয়েছে বিপুল পরিমাণ অর্থ।

.