Rachana Banerjee: সরকারি গাড়িতে চেপে হাজির কালীপুজোর অনুষ্ঠানে, বিতর্কে রচনা...

Rachana Banerjee: শনিবার ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ স্টিকার বসানো গাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে নন্দকুমারে আসেন রচনা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আলেয়া ক্লাবে কালীপুজোর অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়েন তিনি। সরকারের কোনও পদে না থেকেও কোথা থেকে সরকারের স্টিকার লাগানো গাড়ি চেপে অনুষ্ঠানে গেলেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন।

Updated By: Nov 13, 2023, 05:04 PM IST
Rachana Banerjee: সরকারি গাড়িতে চেপে হাজির কালীপুজোর অনুষ্ঠানে, বিতর্কে রচনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই নীলবাতির গাড়ি চেপে শ্যুটিংয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরত জাহান(Nusrat Jahan)। এবার কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়ি নিয়ে পুজো উদ্বোধনে গিয়ে বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে চড়ে নন্দকুমারে পূজার অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। চাপে পড়ে উদ্যোক্তাদের দোষারোপ করতে গিয়ে উল্টে চরম অস্বস্তিতে অভিনেত্রী। পাল্টা নায়িকার উপরেই দোষ চাপিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।

আরও পড়ুন- Salman Khan on bursting crackers in theatre: উত্তেজনায় হলের ভেতরেই বোমা, ভক্তদের উচ্ছ্বাসে খেপে গেলেন ‘টাইগার’...

শনিবার ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ স্টিকার বসানো গাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে নন্দকুমারে আসেন রচনা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের আলেয়া ক্লাবে কালীপুজোর অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়েন তিনি। অভিনেত্রী কেন্দ্রীয় সরকারের স্টিকার বসানো গাড়ি নিয়ে অনুষ্ঠান করতে আসেন রচনা আর সেই গাড়ি ঘিরেই শুরু হয় বিতর্ক।

কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে কেন এলেন রচনা? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি জানি না। উদ্যোক্তা যে গাড়ি পাঠিয়েছেন, সেই গাড়িতে এসেছি।’ তবে রচনার এমন মন্তব্য মেনে নিতে পারেননি ক্লাবটির কর্মকর্তারা। নন্দকুমার আলেয়া ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, ‘অভিনেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো গাড়ি পাঠাইনি। উনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। উনি নিজেই গাড়ি নিয়ে এসেছেন।’ জানা যায় যে  রচনা যে গাড়িটি ব্যবহার করছেন, সেটির ইনস্যুরেন্সও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। গাড়িটি নিয়ে বিতর্ক শুরু হলে সেই গাড়ির স্টিকার খুলে নেন চালক।

আরও পড়ুন- Nachiketa Chakraborty: দর্শকের ব্যবহারে বিরক্ত, ঢাকায় অনুষ্ঠানের মাঝে গান থামিয়ে দিলেন নচিকেতা...

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই ইডির ডাকে নীলবাতির গাড়ি করে সিজিও কমপ্লেক্সে হাজির হন নুসরত। সেই নীলবাতি জ্বালিয়েই ফিরলেন বাড়িতে। সেখান থেকেই উঠছে প্রশ্ন, একজন সাংসদ কি নীলবাতির গাড়িতে ঘুরতে পারেন?  প্রতারণা মামলায় অভিযুক্ত কেন নীলবাতির গাড়ি নিয়ে যাবেন সিজিও কমপ্লেক্সে?  অভিযুক্ত হয়ে নীলবাতির গাড়িতে হাজিরা কীভাবে? তবে এই প্রথম নয়, এর আগে নীলবাতির গাড়িতে চেপে শ্যুটিংয়ে গিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নুসরত জাহান। নীল বাতির গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজেও ঘুরতে দেখা যায় নুসরত জাহানকে, সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় নেটপাড়ায় চরম বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী সাংসদ। এবার সরকারি স্টিকার লাগানো গাড়ি চেপে অনুষ্ঠানে গিয়ে বিতর্কে রচনা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.