প্রাক্তন বন্ধু অভিষেক বচ্চনকে নিয়ে মুখে খুললেন রানি!

বান্টি অউর বাবলি টু-এর জন্য রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন দুজনেই প্রস্তাব দেওয়া হয় অভিনয়ের

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 20, 2019, 04:28 PM IST
প্রাক্তন বন্ধু অভিষেক বচ্চনকে নিয়ে মুখে খুললেন রানি!

নিজস্ব প্রতিবেদন: বান্টি অউর বাবলি-র সিক্যুয়েলে এবার দেখা যাবে না অভিষেক বচ্চনকে৷ যশ রাজ ফিল্মের ব্যানারে বান্টি অউর বাবলি টু-তে রানি মুখোপাধ্য়ায়ের বিপরীতে এবার অভিনয় করছেন (Saif Ali Khan) সইফ আলি খান৷ কিন্তু বান্টি অউর বাবলির মতো সিনেমার সিক্যুয়েলে জন্য কেন পুরনো জুটিকে ফিরিয়ে আনা হল না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন৷

আরও পড়ুন : প্রাক্তন বন্ধুর জন্য কাঁদলেন নেহা, বলিউড গায়িকাকে বিয়ের প্রস্তাব আদিত্য নারায়ণের
এ বিষয়ে সম্প্রতি মুখ খোলেন রানি মুখোপাধ্য়ায়৷ রানির বক্তব্যকে ট্যুইট করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ৷ তরণের ট্যুইট থেকে জানা যায়, বান্টি অউর বাবলি টু-এর জন্য রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন দুজনেই প্রস্তাব দেওয়া হয় অভিনয়ের৷ কিন্তু অভিষেকের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতবিরোধ হওয়ায়, শেষ পর্যন্ত এই সিনেমা থেকে সরে দাঁড়ান অভিষেক৷ জুনিয়র বচ্চন সরে দাঁড়ানোর পরই তাঁর জায়গায় নিয়ে আসা হয় সইফ আলি খান-কে৷

আরও পড়ুন : সইফকে শক্ত করে জড়িয়ে ধরেছেন রানি, দেখুন
সইফ আলি খান এবং (Rani Mukerji) রানি মুখোপাধ্য়ায়ের সঙ্গে বান্টি অউর বাবলি টু-এ রয়েছেন  (Siddhant Chaturvedi) সিদ্ধান্ত চতুর্বেদী এবং (Sharvari) শর্বরী৷ তবে বান্টি অউর বাবলি টু-এ সইফ, রানির সঙ্গে সিদ্ধান্ত এবং শর্বরী কোন ভূমিকায় অভিনয় করবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি৷
প্রসঙ্গত, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে রানি মুখোপাধ্য়ায়ের বন্ধুত্বের কথা প্রায়  সবারই জানা৷ কিন্তু চলতে চলতে-র শ্যুটিংয়ের সময় থেকেই নাকি ঐশ্বর্যর সঙ্গে রানির সম্পর্কের অবনতি হতে শুরু করে৷ ওই সময় শাহরুখ খানের সঙ্গে ঐশ্বর্যর স্ক্রিন শেয়ার করার কথা ছিল৷ কিন্তু সলমন খানের সঙ্গে (Aishwarya Rai) ঐশ্বর্যর বিচ্ছেদের পর, ঐশ্বর্যকে নিয়ে কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শাহরুখ৷ ঐশ্বর্যর জায়গায় নিয়ে আসা হয় রানিকে৷ ওই ঘটনার পর থেকেই রানির সঙ্গে রাইয়ের সম্পর্ক খারাপ হতে শুরু করে বলে খবর৷ 
পাশাপাশি অভিষেক বচ্চনের সঙ্গে এক সময় রানি মুখোপাধ্যায় সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও শোনা যায়৷ ফলে অভির প্রাক্তন বান্ধবীর সঙ্গে পরবর্তীকালে আর সেভাবে কোনও সম্পর্ক রাখতে আগ্রহ দেখাননি বচ্চন বাড়ির বউমা৷

.