রিয়া চক্রবর্তীকেই পছন্দ সলমনের?

বলিউডের নতুন মুখকেই ফের জায়গা করে দিচ্ছেন সলমন!

Updated By: Jul 11, 2018, 11:50 AM IST
রিয়া চক্রবর্তীকেই পছন্দ সলমনের?

নিজস্ব প্রতিবেদন : বলিউডের নতুন মুখদের সব সময় ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছেন সলমন খান। সে ডেইজি শাহ হোক কিংবা জারিন খান কিংবা ক্যাটরিনা কাইফ। বলিউডের সম্ভাবনাময় নায়িকাদের পাশে থেকে তাঁদের সুপ্রতিষ্ঠিত করতে সলমন খানের জুড়ি মেলা ভার। আর এবারও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ‘ভাইজান’-এর ‘ভরত’ থেকে। কেন জানেন?

আরও পড়ুন : আরাধ্যাকে নিয়ে প্যারিসে পাড়ি দিলেন ঐশ্বর্য

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সলমন খানের ‘ভরত’-এ নাকি এবার দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সারা আলি খানের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত রিয়া নাকি এবার সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও, এ বিষয়ে বলিউড ‘ভাইজান’ নিজে কিছু জানাননি। প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির পর এবার রিয়া চক্রবর্তীকেও দেখা যেতে পারে সলমন খানের এই সিনেমায়। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, সলমন খানের এই সিনেমায় নাকি ক্যাটরিনা কাইফকেও দেখা যেতে পারে।

আরও পড়ুন : বাইরে নয়, এষার সঙ্গে ঘরে বসেই সময় কাটাচ্ছেন হার্দিক

প্রসঙ্গত সলমন খানের ভগ্নিপত অর্থাত আলভিরা খানের স্বামী অতুন অগ্নিহোত্রী নাকি ‘ভরত’-এর প্রযোজক।

.