বলিউডের নামী ফিল্ম পরিচালকই সুশান্তকে মাদকের নেশা ধরিয়েছিলেন, NCB-কে জানাল রিয়া
প্ররোচনায় পা দিয়ে পার্টিতে সুশান্ত কোকেন, LSD, মারিজুয়ানা সেবন করতে পারেন বলে NCB-কে জানিয়েছেন রিয়া।
নিজস্ব প্রতিবেদন : বলিউডের একজন খ্যাতনামা পরিচালকই সুশান্তকে প্রথম মাদকের নেশা ধরিয়েছিলেন। NCB-কে জেরায় এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে ওই পরিচালক সুশান্তকে নিজের সঙ্গে বলিউডের পার্টিতে নিয়ে যেতেন। প্ররোচনায় পা দিয়ে পার্টিতে সুশান্ত কোকেন, LSD, মারিজুয়ানা সেবন করতে পারেন বলে NCB-কে জানিয়েছেন রিয়া।
আর এই তথ্য তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সুশান্ত জানিয়েছিলেন বলে দাবি করেছেন রিয়া। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ধৃত অভিনেত্রী দাবি করেছেন যে সুশান্তের লোনাভলা ফার্ম হাউসটি অভিনেতার বলিউডের বন্ধুরা মাদক পার্টির জন্য ব্যবহার করতেন। তবে ওই পার্টিতে রিয়া নিজে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। রিয়া দাবি করেন, বলিউডের দুজন ক্ষমতাবান ব্যক্তিত্ব, দুই বড় অভিনেতা সহ আরও কয়েকজন অভিনেতা সুশান্তকে এই নিষিদ্ধ মাদক দিতেন বলে জানিয়েছেন রিয়া।
আরও পড়ুন-রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক নিয়ে বন্ধু সিমন খাম্বাট্টার হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে
আরও পড়ুন-সারা আলি খান, রকুল প্রীত সিং-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাবে NCB!
এদিকে জানা যাচ্ছে NCB-র জেরায় ২৫ জন মাদকাসক্ত বলি তারকার নাম করেছেন রিয়া চক্রবর্তী, যাদের মধ্যে সারা আলি খান, রকুল প্রীত সিং ছাড়াও রয়েছে আরও বড় বড় নাম। তবে কোন কোন বলি তারকার নাম রিয়া জানিয়েছেন এখনও জানা যায়নি।
গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে NCB।
অন্যদিকে NCB-র পাশাপাশি লোনাভলা ফার্মাহাউস পার্টি রয়েছে CBI-এর নজরেও। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুশান্তের ভাড়া নেওয়া লোনাভলা ফার্মহাউসটি মহারাষ্ট্রের এক রাজনীতিবিদের। লোনাভলা ফার্মহাউসের পার্টিতে কারা যেতেন, তা ধরে দিশা সালিয়ানের মৃত্যুর সূত্র খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করছে CBI।