গ্যাংস্টার সঞ্জয়, প্রকাশ্যে এল ভিডিও

ইতিমধ্যেই 'কেশরিয়া জুগ্নি' ভাইরাল হতে শুরু করেছে

Updated By: Jul 19, 2018, 05:14 PM IST
গ্যাংস্টার সঞ্জয়, প্রকাশ্যে এল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : মুক্তি পেল ‘সাহেব বিবি অর গ্যাংস্টার থ্রি’-এর প্রথম গান ‘কেশরিয়া জুগ্নি’। অঞ্জন ভট্টাচার্যের কম্পোজিশনে পঞ্জাবি গায়িকা ‘নুরানি সিস্টার্স’-এর গলাতেই শোনা যাচ্ছে জুগ্নি।

আরও পড়ুন : 'টাকা দিন', হইচই জুড়ে দিলেন মালাইকা

‘সাহেব বিবি অর গ্যাংস্টার থ্রি’-তে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকে। সেই অনুযায়ী, সিনেমার প্রথম গানেও দেখা যাচ্ছে সঞ্জয়কেই। রাজস্থানি ধুনে এবং পঞ্জাবি স্টাইলেই গাওয়া হয়েছে ‘কেশরিয়া জুগ্নি’।

দেখুন সেই গান...

 

সঞ্জয় দত্তের পশাপাশি এই সিনেমায় রয়েছেন জিমি শেরগিল, মাহি গিল, চিত্রাঙ্গদা সিং, দীপক তিজোরি। পরিচালক তিগ্মাংশু ধুলিয়ার পরিচালনায় ‘সাহেব বিবি অর গ্যাংস্টার থ্রি’ মুক্তি পাবে আগামী ২৭ জুলাই।

.