AFH vs BAN: T20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া!

T20 World Cup 2024: সেমি ফাইনালে আফগানিস্তান। ছিটকে গেল অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান। আফগানিস্তানের কাছে হারের পর অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছে। 

Updated By: Jun 25, 2024, 12:09 PM IST
AFH vs BAN: T20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার কোনও বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে পৌঁছে গেল যুদ্ধবিদ্ধস্ত দেশ আফগানিস্তান। ৮ রানে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে আফগানিস্তান। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়াও এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন, IND vs AUS | T20 World Cup Super 8: 'চক দে ইন্ডিয়া', রোহিত রাজত্বে সেমিতে ভারত, সেন্ট লুসিয়ায় উড়ছে তেরঙা...

এদিন টসে জিতে প্রথম  ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ প্রথমে ব্যাটে শুরুটা ভালই করেছিলেন রহমানুল্লা গুরবাজ৷ তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন৷ প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হত ১২.১ ওভারে। কিন্তু সেই লক্ষ্যে বাংলাদেশ নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি। 

আজমতউল্লাহ ওমরজাই করেন ১০ রান, গুলবাদিন নায়েব করেন ৪, মহম্মদ নবি করেন ১ রান। লোয়ার অর্ডারে ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন রশিদ খান। ১০ বলে অপরাজিত ১৯ করে দলকে ১০০ রান পার করিয়ে দেন রশিদ। আফগানদের মধ্যে একমাত্র আগ্রাসী মেজাজে খেলতে দেখা গিয়েছে রশিদকেই। 

জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের।বাংলাদেশের ইনিংসে দারুণ বোলিং করেন আফগানরা৷ বাংলাদেশের ওপেনার লিটন দাস একটা এন্ডে লড়াই করছিলেন৷ তাঁর ধামাকা শুরুর পর বাংলাদেশের বাকি ব্যাটাররা সেভাবে রান পাননি৷ এদিকে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৪ রানে লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছে ভারত। 

আরও পড়ুন, Rohit Sharma | IND vs AUS | Rohit Sharma: সেন্ট লুসিয়ায় ধেয়ে এল 'হিটম্যান' সুনামি, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.