শাহরুখ কন্যার নাচের ভিডিও ভাইরাল

 কোনও অনুষ্ঠানের জন্যই নাচের অনুশীলন করছেন তিনি।

Updated By: Mar 11, 2019, 04:11 PM IST
শাহরুখ কন্যার নাচের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: বন্ধুদের সঙ্গে নাচের অনুশীলন করছেন শাহরুখ কন্যা সুহানা। আর সুহানার এই বন্ধুরা প্রত্যেকেই বিদেশি। সম্প্রতি, সুহানা খানের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে বেশ বোঝা যাচ্ছে, কোনও অনুষ্ঠানের জন্যই নাচের অনুশীলন করছেন তিনি।

শাহরুখ-গৌরী কন্যা সুহানা এই মুহূর্তে লন্ডনে পড়াশোনা করছেন। আর সেখানকার সহপাঠীদের সঙ্গেই এই রিহার্সাল করতে দেখা যাচ্ছে সুহানাকে।

আরও পড়ুন-সব বিষয়ে মতামত না দিলেও চলে, কঙ্গনাকে জবাব আলিয়ার

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

বর্তমানে লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন সুহানা খান। আর্ডিংলি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী তিনি। মাঝে মধ্যেই মুম্বইতে এলেও পড়াশোনার জন্য আপাতত সেখানেই থাকেন শাহরুখ কন্যা। বেশকিছুদিন আগে কলেজের অনুষ্ঠানে রোমিও-জুলিয়েট নাটকে সেই ছবি পোস্ট করেছিলেন সুহানার গর্বিত বাবা শাহরুখ। মেয়েকে দেখে আবেগে ভেসেছিলেন কিং খান। প্রসঙ্গত, আগেই শাহরুখ বারবার জানিয়ে এসেছেন তাঁর মেয়ে সুহানা খান অভিনয়ে আসতে ইচ্ছুক। আর ছেলে আরিয়ান সিনেমা বানানোর কাজে আগ্রহী। তবে ছেলেমেয়েদের শাহরুখের স্পষ্ট নির্দেশ পড়াশোনা শেষ করে তবেই বলিউডে পা রাখতে পারবেন তাঁরা।

আরও পড়ুন-গলি বয়ের সিক্যুয়েলেও আলিয়া-রণবীর? কী বলছেন পরিচালক

.