মহামারীর মধ্যে মানুষের জীবন বিপন্ন করছেন সোনম, মৌনি? গ্রেফতারের দাবি তুলে সরব ব্যক্তি
স্পষ্ট জবাব দেন সোনম
নিজস্ব প্রতিবেদন : করোনার মধ্যেই মুম্বই ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে নিজের লন্ডনের বাড়িতে পাড়ি দেন সোনম। লন্ডনে গিয়ে সেখান থেকে নিজর ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেন সোনম। যেখানে সকালবেলা প্রকৃতির মাঝে শরীরচর্চা করতে দেখা যায় সোনমকে। সোনমের ওই ইনস্টাগ্রামের ভিডিয়ো দেখে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন এক ব্যক্তি।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই চাই, অনুগামীদের জোরদার দাবিতে সরগরম সামাজিক মাধ্যম
মহামারীর মধ্যে লন্ডনে গিয়ে কোটারেন্টাইনে থাকার নিয়ম ভেঙেছেন সোনম কাপুর। মহামারীর মধ্যে ঘর খেকে বাইরে বেরিয়ে, অন্যদের জীবনকে বিপদের মধ্যে ফেলতে চাইছেন সোনম কাপুর। সোনমের পাশাপাশি মৌনি রায়কেও কটাক্ষ করেন তিনি। মহামারীর মধ্যে কোয়ারেন্টিনে না থেকে সোনম এবং মৌনি কেন ঘর থেকে বাইরে বেরিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি।
Meanwhile in London: Indian actresses Sonam Kapoor and Mouni Roy breaking strict 14 day quarantine laws, putting lives in danger & setting bad example by sharing on social media. Both can potentially get arrested if reported to police. pic.twitter.com/haXkszjsbX
— Asjad Nazir (@asjadnazir) July 19, 2020
I’m in my own garden attached to my building dude.. fully quarantining.. people have too much time.. just ignore https://t.co/PiYvzDsWTn
— Sonam K Ahuja (@sonamakapoor) July 19, 2020
সোনম এবং মৌনি রায়কে নিয়ে ওই ট্যুইট ভাইরাল হতেই মুখ খোলেন অনিল কাপুর-কন্যা। তিনি স্পষ্ট দাবি করেন, কোয়ারেন্টিনের কোনও নিয়ম তিনি ভাঙেননি। বাড়ির লাগোয়া যে বাগান রয়েছে, সেখান থেকেই ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁরা এই মুহূর্তে পুরোপুরি ঘরবন্দি বলেও দাবি করেন সোনম। পাশাপাশি আলটপকা মন্তব্য করার জন্য কিছু মানুষের হাতে অঢেল সময় রয়েছে । এইসব মানুষদের পাত্তা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সোনম।