Punjab Assembly Election 2022: বুথে ঢুকতে বাধা সোনু সুদকে, বাজেয়াপ্ত করা হল অভিনেতার গাড়ি
রবিবার পঞ্জাব বিধানসভার ভোট, মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী সোনুর বোন।
নিজস্ব প্রতিবেদন: রবিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Polls) দিন বিপত্তির মুখে সোনু সুদ(Sonu Sood)। এবছর বিধানসভা ভোটে মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পেয়ে নির্বাচন লড়ছেন সোনুর বোন মালবিকা সুদ সাচার (Malvika Sood Sachar)। সেখানেই নির্বাচন কমিশনের বাধার মুখে পড়েন অভিনেতা। রবিবার সকাল থেকেই একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছেন সোনু। সোনু ভোটারদের উসকাচ্ছেন, এমনটাই অভিযোগ এনেছে শিরোমণি অকালি দল। তাদের অভিযোগের ভিত্তিতেই সোনুর গাড়ি আটকায় পুলিস।
পঞ্জাবের মোগা জেলা পিআরও প্রদ্ভদীপ সিং সংবাদমাধ্যমে জানান, 'সোনু সুদ জোর করে পোলিং বুথে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তাঁর গাড়ি আটকায় পুলিস। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে অভিনেতাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ভোট শেষ হওয়ার আগে বাড়ির বাইরো বেরোলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোনু। অন্য পার্টির সদস্যরা ভোট কেনা বেচা করছে, এমনটাই অভিযোগ সোনুর। টুইটে তিনি লেখেন, 'মোগা বিধানসভা কেন্দ্রে অন্যান্য প্রার্থীরা ভোট কিনছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।'ইতিমধ্যেই মোগার এসএসপির কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট হরিশ নায়ার।
Other Candidates in #Moga Constituency are buying votes.@ECISVEEP should take immediate action regarding the same.@DproMoga @MogaPolice @DGPPunjabPolice @PunjabPoliceInd
— sonu sood (@SonuSood) February 20, 2022