শুধু সাহায্যের অবেদনের জবাবই নয়, মজা করে করা সব টুইটের জবাবও দিচ্ছেন সোনু সুদ

 কিছু টুইট মজা করেও করছেন অনেকে। সেসব উত্তরও বুদ্ধিমত্তার সঙ্গে দিচ্ছেন সোনু।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 31, 2020, 07:50 PM IST
শুধু সাহায্যের অবেদনের জবাবই নয়, মজা করে করা সব টুইটের জবাবও দিচ্ছেন সোনু সুদ

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েই খান্ত থাকছেন না, সকলের টুইটের জবাবও দিচ্ছেন সোনু সুদ। তবে  সমস্ত টুইটই যে সাহায্যের আবেদন করে আসছে তেমনটা নয়, কিছু টুইট মজা করেও করছেন অনেকে। সেসব উত্তরও বুদ্ধিমত্তার সঙ্গে দিচ্ছেন সোনু।

সম্প্রতি ছোট্ট একটি শিশু তাঁর বাবার হয়ে সোনুকে প্রশ্ন করেছেন, ''সোনু আঙ্কেল, শুনেছি আপনি সকলকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই পাপা জিজ্ঞেস করছেন, মা কে দিদার বাড়ি পাঠাতে পারবেন কিনা?'' মজা করে বানানো এই ভিডিয়োর জবাবও সোনু মজা করেই দিয়েছেন। লিখেছেন, ''খুব কঠিন কাজ চেষ্টা করবো।''

আরও পড়ুন-সোনু সুদের প্রশংসায় মহারাষ্ট্রের রাজ্যপাল, শ্রমিকদের বাড়ি পাঠাতে মিলবে সরকারি সাহায্য

এক মহিলা আবার সোনুকে টুইট করেছেন, ''স্বামীর সঙ্গে আর লকডাউনে বন্দি থাকতে পারছি না। আমাকে বাপের বাড়ি পাঠান।'' উত্তরে মজা করে সোনু লিখেছেন, ''আমার কাছে এর থেকেও ভালো রাস্তা আছে, আমি দুজনকে একসঙ্গে গোয়া পাঠাতে পারি।''

এখানেই শেষ নয়। কেউ আবার লিখেছেন, ''অনেকদিন পার্লারে যেতে পারিনি। আমাকে স্যালোঁতে পৌছে দিন প্লিজ।'' তারপরেই অবশ্য ওই ব্যক্তি লিখেছেন, ''মজা করছিলাম, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনিই আসল নায়ক।''

উত্তরে সোনু বলেছেন, ''স্যালোঁতে গিয়ে কী করবেন, ওনাদের তো আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। প্রয়োজনে সেখানে গ্রামে পাঠিয়ে দিতে পারি।''

 

এখানেই শেষ নয়, এভাবেই নেটিজেনদের হাজারো প্রশ্নের উত্তর বিন্দুমাত্র বিরক্ত না হয়েই দিয়েছেন সোনু সুদ। কখনও তা প্রয়োজনীয়। কখনও আবার সেটা নেহাতই মজা করে লেখা টুইটের উত্তর।

আরও পড়ুন-''বাড়িতে আটকে আছি ঠেকে পৌঁছে দিন,'' এমন টুইটের উত্তরে সপাট জবাব সোনু সুদের

.