রোশনের সঙ্গে মিশে গেল শ্রাবন্তীর ঠোঁট, ভাইরাল অভিনেত্রীর ছবি

শ্রাবন্তীর সঙ্গে ওই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন রোশন 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 2, 2020, 04:40 PM IST
রোশনের সঙ্গে মিশে গেল শ্রাবন্তীর ঠোঁট, ভাইরাল অভিনেত্রীর ছবি

নিজস্ব প্রতিবেদন : রোশনের ঠোঁটে ঠোঁট রেখেই নতুন বছর শুরু করলেন (Srabanti Chatterjee) শ্রাবন্তী৷  অর্থাত স্বামীর সঙ্গে ভালবাসায় মাখানো ছবি শেয়ার করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান (Tollywood) টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী৷ 

আরও পড়ুন :  নতুন বছরে ভূমির বিকিনি ছবিতে মজলেন নেটিজেনরা
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শ্রবন্তীর সঙ্গে সেই ঘনিষ্ঠ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন (Roshan Singh) রোশন সিং৷  যেখানে 'হ্যাপি নিউ ইয়ার জান' বলে শ্রাবন্তীকে ট্যাগ করেন রোশন৷ উত্তরে শ্রাবন্তীও  তাঁর প্রাণের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান৷ 

আরও পড়ুন : বিয়ের আগে পাড়ি দিলেন নিউ ইয়র্কে, মার্কিন মুলুকে একসঙ্গে থাকছেন রণবীর, আলিয়া!
রোশনের পাশাপাশি শ্রাবন্তীও নতুন বছরে শেয়ার করেন নতুন ছবি৷ যেখানে রোশনের সঙ্গে হাসি মুখে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায় অভিনেত্রীকে৷ 
রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর একাধিকবার পেজ থ্রি-র শিরোনামে উঠে আসতে দেখা যায় শ্রাবন্তীকে৷  কখনও রোশনের সঙ্গে শিব পুজো করে, আবার কখনও দুজনে একসঙ্গে জন্মদিন পালন করে ভক্তদের চর্চায় উঠে আসতে শুরু করেন শ্রাবন্তী৷  যদিও রোশনেক বিয়ের পর একাধিকবার কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে কিন্তু কোনও কিছুকেই গায়ে মাখেননি এই (Actor) অভিনেত্রী৷ 

.