'ওঁরা আমায় মেরে ফেলবে', দিশার মৃত্যুর পর ভয় পেয়ে দিদিকে মেসেজ করেন সুশান্ত!

সম্প্রতি মীতু সিং প্রকাশ্য়ে আনেন ওই তথ্য 

Edited By: জয়িতা বসু | Updated By: Sep 22, 2020, 11:58 AM IST
'ওঁরা আমায় মেরে ফেলবে', দিশার মৃত্যুর পর ভয় পেয়ে দিদিকে মেসেজ করেন সুশান্ত!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : '​আমায় ফাঁসিয়ে দিতে পারে। ভয় করছে আমার। আমায় মেরে ফেলতেও পারে।' মৃত্যুর আগে দিদি মীতু সিংকে এমনই আশঙ্কার কথা জানিয়ে মেসেজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। 

আরও পড়ুন : মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের নাম প্রকাশ্যে আসতেই কড়া আক্রমণ কঙ্গনার

৮ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।  দিশার মৃত্যুর পরদিন অর্থাত ৯ জুন দিদি মীতু সিংকে মেসেজ করেন সুশান্ত।  সেখানেই নিজের ভয়ের কথা উল্লেখ করে দিদির কাছে তা প্রকাশ করেন সুশান্ত।  কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।  তাঁকে মেরে ফেলা হতে পারে বলেও দিদি মীতু সিংয়ের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন এসএসআর।  কেন দিদির কাছে ভয়ের কথা উল্লেখ করে ওই ধরনের মেসেজ করেছিলেন সুশান্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন : 'রিয়া তোমায় ডাকছে', মাদক জালে দীপিকার নাম উঠতেই মশকরায় মেতে উঠলেন নেটিজেনরা

প্রসঙ্গত ৮ জুন দিশা সালিয়ানের মৃত্যুর পর ভয় পেয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।  অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানি ওই দাবি করেন জিজ্ঞাসাবাদের সময়।  তিনি জানান, দিশার মৃত্যুর পর যেন ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন সুশান্ত।  এমনকী তাঁকে ডেকে নিয়ে এক ঘরে ঘুমনোর জন্যও সিদ্ধার্থ পিটানিকে জানিয়েছিলেন বলে দাবি করেন এসএসআর-এর ফ্ল্য়াটমেট। 

এদিকে ৮ জুন দিশা সালিয়ান আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা নীতিশ রানে।  ৮ জুনের পার্টির মধ্যে সেদিন কী হয়েছিল, দিশার বিশেষ বন্ধু রোহন রাই সব জানেন।  তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি করেন নীতিশ রানে।  শুধু তাই নয়, দিশার  বিশেষ বন্ধু রোহনকে নিরাপত্তা দেওয়া হোক বলেও মুম্বই পুলিসের কাছে আবেদন করেন নীতিশ রানে। 

.