Muskaan Nancy James | Hansika Motwani: 'ননদ' হংসিকার নির্যাতনে অসাড় শরীরের একাংশ! আদালতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী...

Hansika Motwani: ক্রমাগত মানসিক চাপে বিরল রোগের শিকার! 'ননদ' হংসিকার বিরুদ্ধে আদালতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুসকান। তাঁর দাবি শ্বশুরবাড়ির লোকজন মুসকানের কাছে দামি উপহার, অর্থ দাবির পাশাপাশি সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। 

Updated By: Jan 6, 2025, 07:45 PM IST
Muskaan Nancy James | Hansika Motwani: 'ননদ' হংসিকার নির্যাতনে অসাড় শরীরের একাংশ! আদালতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী প্রশান্ত মোতওয়ানি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ‘মাতা কি চৌকি’খ্যাত টিভি অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমস (Muskaan Nancy James)। শ্বশুরবাড়ির নির্যাতনে জেরবার অভিনেত্রী। গার্হস্থ্য হিংসার অভিযোগে দায়ের করেছে মামলা। সেই মামলাতেই কাঠগড়ায় মুসকানের ননদ অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani), শাশুড়ি জ্যোতি মোতওয়ানি।

আরও পড়ুন- Zakir Hussain: প্রয়াত জাকির হুসেনকে শ্রদ্ধা জানিয়ে শহরে শাস্ত্রীয় উৎসব...

জানা যাচ্ছে, গত ১৮ ডিসেম্বর মুম্বইয়ের আম্বলি থানায় ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন মুসকান। মামলার নথিতে মুসকান অভিযোগ করেছেন, তাঁর বিয়েতে শাশুড়ি জ্যোতি, ননদ হংসিকা অতিমাত্রায় হস্তক্ষেপ করেছেন। যার ফলে স্বামী প্রশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন মুসকানের কাছে দামি উপহার, অর্থ দাবির পাশাপাশি সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তা ছাড়া মুসকান গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। মানসিক চাপের ফলে বেলস পালসি রোগে আক্রান্ত হয়েছেন; এতে করে ফেসিয়াল প্যারালাইজড হয়েছে তাঁর, এমনটাই অভিযোগ।  

আরও পড়ুন- Fact Check: মক্কা থেকে ভাইরাল শাহরুখ-গৌরীর ছবি, বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের স্ত্রী?

মুসকান ন্যান্সি বলেন, “হ্যাঁ, আমি আমার স্বামী প্রশান্ত, হংসিকা এবং জ্যোতি মোতওয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আইনি সহায়তা চেয়েছি। এ অবস্থায় এরচেয়ে বেশি কথা বলা বারণ।” প্রসঙ্গত, ২০২১ সালে প্রশান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুসকান। অনেক দিন ধরেই আলাদা থাকছেন তাঁরা। ২০২২ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বেলস পালসি রোগে আক্রান্ত এবং চিকিৎসা চলছে। এ বিষয়ে তাকে তাঁর বাবা-মা খুব সহযোগিতা করছেন। এবার জানা যায় যে মানসিক চাপের ফলে এই রোগে আক্রান্ত হন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.