Vijay Deverakonda: কফির কাপে বিচিত্র যৌনতার ঢেউ তুলে শিরোনামে বিজয়

করণের শোয়ে এসে বোমা ফাটালেন বিজয় দেবেরাকোন্ডা। ব়্যাপিড ফায়ারে করণ জিগ্গেস করলেন যে, এমন কোনও অদ্ভুত জায়গা যেখানে যৌনতায় লিপ্ত হয়েছেন বিজয়। মুহূর্তের মধ্যেই বিজয়ের যৌন জীবন নিয়ে কথা শুরু করে দেন অনন্যা ও করণ। বিস্ফোরক জবাব  দেন বিজয়। 

Updated By: Jul 26, 2022, 08:31 PM IST
Vijay Deverakonda: কফির কাপে বিচিত্র যৌনতার ঢেউ তুলে শিরোনামে বিজয়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই খবরের শিরোনামে কফি উইথ করণের নয়া প্রোমো। এবার করণের কাউচে হাজির দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও সঙ্গে অনন্যা পান্ডে। মুক্তির অপেক্ষায় রয়েছে লাইগার। সেই ছবিতেই জুটি বেঁধেছেন এই দুই তারকা। বলিউডের এই নয়া জুটিকেই কফি উইথ করণের চতুর্থ এপিসোডে দেখা যাবে একসঙ্গে। করণের শো মানেই গসিপে ভরপুর। এবারও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারও প্রোমোতেই উঠে এল কিছু বিস্ফোরক মন্তব্য।

করণের শোয়ে এসে বোমা ফাটালেন বিজয় দেবেরাকোন্ডা। ব়্যাপিড ফায়ারে করণ জিগ্গেস করলেন যে, এমন কোনও অদ্ভুত জায়গা যেখানে যৌনতায় লিপ্ত হয়েছেন বিজয়। মুহূর্তের মধ্যেই বিজয়ের যৌন জীবন নিয়ে কথা শুরু করে দেন অনন্যা ও করণ। অনন্যা বলেন হয়তো আজ সকালেই। সেখানেই অনন্যার ইংলিশ গ্রামারের ভুল ধরেন করণ। তবে করণের প্রশ্নের উত্তর দিতে চাননি বিজয়। এরপরে করণ জিগ্গেস করেন যে পাবলিক প্লেসে কখনও সেক্স করেছেন বিজয়? তাঁর উত্তরে বিজয় বলেন, গাড়িতে। সেটা শুনে কার্যত অবাক অনন্যা পান্ডে ও করণ জোহর। এরপরই বিজয়কে করণের পরের প্রশ্ন, কখনও থ্রিসাম করেছেন? উত্তরে না বললেও বিজয়ের সাফ জবাব যে, করতে কোনও মানাও নেই তাঁর।

আরও পড়ুন: Prosenjit-Srabanti: বাবা-মেয়ের সম্পর্ক বদলে গেল স্বামী-স্ত্রীতে, জুটি বাঁধছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী!

আরও পড়ুন: FIR against Ranveer Singh: সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট, রণবীরের বিরুদ্ধে দায়ের FIR

শিরোনামে উঠে এসেছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমকাহিনির কথা। বয়সে অনন্যার থেকে অনেকটাই বড় আদিত্য। ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙার পরই এবার আদিত্যর প্রেমে পড়েছেন নায়িকা, এমনটাই খবর। প্রোমোতে শোনা যায়, করণ বলছেন যে তাঁর জন্মদিনের পার্টিতে তিনি অনন্যা ও আদিত্যর মধ্যে একটা রসায়ন দেখেছেন। সঙ্গে সঙ্গেই অনন্যা বলেন যে করণ কিছুই দেখেননি। করণের ও অনন্যার কথা শুনে কার্যত হতবাক বিজয়। বেশ অনেকদিন ধরেই ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। আরিয়ানের সঙ্গে যখন মাদককাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রীর, তখনও তাঁর পাশে দেখা যায় ঈশানকে। কিন্তু এরই মাঝে সম্পর্কে ইতি টানেন তাঁরা। তারপরই বিটাউনে ছিল জোর গুঞ্জন, কাকে মন দিলেন অনন্যা। করণের শোয়ে সেই সম্পর্কের কথাতেই মান্যতা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: Priyanka Chopra: সারোগেসির মাধ্যমেই ফের মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

আরও পড়ুন: Alia Bhatt: শ্যুটিং সেটে রণবীরের গানে হবু মা আলিয়ার নাচ, ভাইরাল ভিডিয়ো

বোঝাই যাচ্ছে যে, অন্যান্য এপিসোডের মতোই রোমাঞ্চকর হতে চলেছে এই এপিসোড। যেখানে গসিপ লাভারদের জন্য থাকছে অনেক তথ্য। বলিউডে পা রাখছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা(Vijay Deverakonda)। মুক্তির অপেক্ষায় 'লাইগার'(Liger)। ট্রেলারেই নিজের ক্যারিশমা তুলে ধরেছেন অভিনেতা। গত বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। মূলত এক বক্সারের জীবনযুদ্ধের গল্প উঠে আসবে এই ছবিতে। বিজয়ের পাশাপাশি তাঁর মায়ের চরিত্রে রাম্যা কৃষ্ণন নজর কেড়েছেন ট্রেলারে। ছবিতে বিজয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে, তবে সেখানেও রয়েছে টুইস্ট। আগামী ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘লাইগার’।

আরও পড়ুন: Pratik-Sonamoni: এবার বড়পর্দায় জুটিতে প্রতীক-সোনামণি!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.