জন্মদিনে অনুষ্কার কপালে চুম্বন করে আলতো আদর বিরাটের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল হয়ে যায় ভি়ডিয়ো 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 5, 2020, 02:41 PM IST
জন্মদিনে অনুষ্কার কপালে চুম্বন করে আলতো আদর বিরাটের, ভাইরাল ভিডিয়ো
বিরাটের জন্মদিনে অনুষ্কা

নিজস্ব প্রতিবেদন : ​৩২-এ পড়লেন বিরাট কোহলি। বিরাটের জন্মদিনে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর অগণিত গুনমুগ্ধ। ভক্তদের পাশাপাশি সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণরাও বিরাটকে শুভেচ্ছা জানান। বিরাটের ৩২-এর বছরের জন্মদিনের সেলিব্রেশনে নজর ছিল অনুষ্কার উপর। 

স্ত্রী অনুষ্কা অন্তঃসত্ত্বা। ফলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কেক কেটে, তাঁকে আদরে ভরিয়ে দিয়ে জন্মদিনের কেক কাটেন বিরাট। স্ত্রীর পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের আনন্দে মেতে ওঠেন বিরাট।  সেশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি, অনুষ্কা শর্মাদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যে অনুষ্কার কপালে চুম্বন করে, তাঁকে আলতো আদর করেন বিরাট। বিরাট-অনুষ্কার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। 

এদিকে বিরাটের সঙ্গে সম্প্রতি দুবাইতে পাড়ি দেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় গ্যালারিতে বসে বিরাটকে উৎসাহ দিতে দেখা যায় অনুষ্কাকে।  অন্যদিকে, গ্যালারিতে বসে থাকা অন্তঃসত্ত্বা অনুষ্কা খেয়েছেন কি না, খেলার মাঝে থেকেই তা নজর করেন বিরাট।  পাশাপাশি 'খেয়েছ তো' বলে মাঠ থেকে স্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দেন কোহলি। বিরাট-অনুষ্কার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও খুশি হয়ে যান তাঁদের তামাম ভক্তকূল। 

.