The Kashmir Files Triology: 'কাশ্মীর ফাইলস'র পর এবার 'দিল্লি ফাইলস', শিখ দাঙ্গার প্রেক্ষাপটে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি

'দ্য কাশ্মীর ফাইলস'-র(The Kashmir Files) সাফল্য দেখেই এই ছবি নিয়ে ট্রিলজি(Trilogy) বানানোর পরিকল্পনা নেন বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)। এই ট্রিলজির দ্বিতীয় ছবি হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস'(The Delhi Files)। 

Updated By: Apr 16, 2022, 04:35 PM IST
The Kashmir Files Triology: 'কাশ্মীর ফাইলস'র পর এবার 'দিল্লি ফাইলস', শিখ দাঙ্গার প্রেক্ষাপটে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি

নিজস্ব প্রতিবেদন: বক্স অফিসে চূড়ান্ত সফল বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। অনুপম খের(Anupam Kher) ও মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty) নিয়ে তৈরি এই ছবির চিত্রনাট্যে উঠে এসেছে কাশ্মীর গণহত্যা(Kashmir Genocide)। ২৫০ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। ছবির সাফল্য দেখেই এই ছবি নিয়ে ট্রিলজি বানানোর পরিকল্পনা নেন বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজকরা। এরপরেই আগামী ছবির নাম ঘোষণা করলেন পরিচালক। এই ট্রিলজির দ্বিতীয় ছবি হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস'(The Delhi Files)। 

শুক্রবার কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখেন তাঁর আগামী ছবির কথা। তিনি লেখেন,'যাঁরা কাশ্মীর ফাইলসের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ। গত ৪ বছর ধরে এই ছবির জন্য মন দিয়ে সৎভাবে কাজ করেছি। হয়তো আমার জন্য কারোর বিপত্তি হয়েছে কিন্তু মানুষকে এই গণহত্য়া সম্পর্কে জানানো জরুরি ছিল, কাশ্মীরি পন্ডিতদের প্রতি যে অন্যায় হয়েছে তা জানানো জরুরি।'

দিল্লি ফাইলসে কোন ঘটনা উঠে আসবে সে কথা খোলসা করেননি বিবেক অগ্নিহোত্রী। কারোর মতে ১৯৮৪ সালে শিখদাঙ্গা নিয়ে তৈরি হবে চিত্রনাট্য, আবার কারোর মতে, ২০২০ সালে দিল্লিতে যে হিংসাত্মক ঘটনা ঘটে তার উপর ভিত্তি করে তৈরি হবে ছবি। বিবেকের আগামী ছবির ঘোষণার পরেই আইনজীবী হরবিন্দ্র সিংহ ফুলকা জানিয়েছেন, দিল্লি ফাইলসকে তিনি স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন যে, তিনি নিজেও ১৯৮৪ সালে তিনি শিখদের বিরুদ্ধে হওয়া হিংসাত্মক ঘটনার শিকার হয়েছিলেন। আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা যে, শিখ দাঙ্গা নিয়েই তৈরি হবে দিল্লি ফাইলস। 

আরও পড়ুন: Subhashree-Parambrata: পরমব্রতর 'বৌদি ক্যান্টিন'-এ শুভশ্রী, আসমা খানের জীবনের অনুপ্রেরণায় তৈরি চিত্রনাট্য

আরও পড়ুন: Ranbir Alia Wedding: সুখী সংসার না বিচ্ছেদের সংঘাত! 'রালিয়া'র বৈবাহিক জীবনে কি আসবে বাধা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.