''বাংলায় মানুষের নিরাপত্তা নেই'', ম্যানেজারের উপর হামলার ঘটনায় বললেন Paayel
ম্যানেজারের উপর হামলার ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পায়েল। কী বললেন তিনি?
নিজস্ব প্রতিবেদন : কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছেন তাঁর ম্যানেজার, ইলেকশন এজেন্ট রাণা প্রতাপ রাম। বৃহস্পতিবারের ঘটনায় মুখ খুললেন বেহালা পূর্বের বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ম্যানেজারের উপর হামলার ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পায়েল। কী বললেন তিনি?
পায়েলের কথায়, ''বাংলায় বেশ কয়েক বছর ধরে রাজনীতির মধ্যে হিংসা দেখছি। এতদিন খবরের কাগজে পড়ছিলাম, টিভিতে দেখছিলাম, এবার সামনে থেকে অভিজ্ঞতা হল। আমার এই এজেন্ট কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি সাধারণ মানুষ। উনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তাঁর উপর যদি হামলা হয়, তাহলে পুরো বেহালা পূর্বের সমস্ত সাধারণ মানুষের জীবনই বিপদের মুখে। এই ঘটনা আজ ওঁর সঙ্গে ঘটল, কাল আমার সঙ্গেও ঘটতে পারে। আরও কারোর সঙ্গে ঘটতে পারে। থানায় অভিযোগ জানানো হয়েছে। ইলেকশন কমিশনেও আমরা জানাচ্ছি।''
''বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা নেই, আমার ম্যানেজার কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তাহলে কেন হামলা?'' প্রশ্ন তুললেন পায়েল@Paayel_12353 @BJP4Bengal #BJP4Bengal #PaayelSarkar #WestBengalElections #bjpvstmc pic.twitter.com/C1shNEEjde
— zee24ghanta (@Zee24Ghanta) March 26, 2021
আরও পড়ুন- অবিকল একই দৃশ্য! BJP-র মিছিলে পায়েল-নীতিশের সঙ্গে 'মির্জাপুর-২'র মিল পেলেন নেটিজেনরা
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধেয় কাজ সেরে বাড়ি ফেরার পথে পাটুলিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রাণা প্রতাপ রাম। অভিযোগ, ভারী কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। স্থানীয় কেউ একজন তাঁকে বাড়ি পৌঁছে দেন। পরে ফোন পেয়ে তাঁর টিমের সদস্যরা রাণা প্রতাপ রামকে হাসপাতালে ভর্তি করেন বলে জানিয়েছেন পায়েল সরকার।