'অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে', একথা শুনে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান
সরোজ খানের মৃত্যুর পর তাঁকে 'প্রকৃত শিক্ষক' বলে বর্ণনা করেছেন শাহরুখ।
নিজস্ব প্রতিবেদন : 'অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে', শাহরুখের মুখে একথা শুনে তাঁকে থাপ্পড় মেরে ছিলেন সরোজ খান। শুক্রবার সরোজ খানের মৃত্যুর পর উঠে এল সেদিনের সেই কথা। এদিন সরোজ খানের মৃত্যুর পর তাঁকে 'প্রকৃত শিক্ষক' বলে বর্ণনা করেছেন শাহরুখ।
২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ''আমার কেরিয়ারের শুরু দিকের কথা আমার এখনও মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন (যদিও সেটা ভালোবেসে)। আর বলেছিলেন, কখনও একথা বলবে না যে অনেক কাজ। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করি। যত কাজই থাকুক চাপ লাগে না। ''
আরও পড়ুন-১৩ তে ৪১ এর নৃত্য গুরুর সঙ্গে বিয়ে সুখের হয়নি, একাই সন্তানদের বড় করেছিলেন সরোজ খান
শুক্রবার সরোজ খানের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ''ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার প্রথম এবং প্রকৃত শিক্ষক। নাচের মধ্যে ডুব দিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়, ওনি শিখিয়েছিলেন। উনি যত্ন করে, ভালোবেসে শিখিয়েছেন। সরোজজি চিরকার আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আল্লা ওনার আত্মাকে শান্তি দিন। আমাকে এভাবে গড়ে তোলার জন্য ধন্যবাদ।''
My first genuine teacher in the film industry. She taught me for hours how to do the ‘dip’ for film dancing. One of the most caring, loving & inspiring persona i have ever met. Will miss you Sarojji. May Allah bless her soul. Thank u for looking after me.
— Shah Rukh Khan (@iamsrk) July 3, 2020
প্রসঙ্গত, অনেকেই হয়ত জানেননা দুহাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজ কিং খানকে শিখিয়েছিলেন সরোজ খান। এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, ''মরিশাসে যখন বাজিগরের শ্যুটিং হচ্ছে, তখন একটি দৃশ্যে শাহরুখকে আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিতে দেখা যায়। তারপর জামা খুলে বুকে লেখা নামটি ও দেখায়। এই পোজ আমিই ওকে শিখিয়েছিলাম।''
Thank you #SarojKhan Ma'am For The Iconic Signature Pose that Made Millions of People fall in Love With SRK. Bollywood would be Incomplete without you #Masterji @iamsrk
.
.
.#RIPSarojKhan #सरोज_खान #choreographer #ShahRukhKhan #Surajpancholi #RIPMasterji #COVIDー19 @teamsrkfc pic.twitter.com/n2gYXtJNRv— Team Shah Rukh Khan Pune (@teamsrkpune) July 3, 2020
প্রসঙ্গত, শুধু শাহরুখই নন, শ্রীদেবী, মাধুরী থেকে কাজল, ঐশ্বর্য বলিউডের বহু তারকাই সরোজ খানের হাতে তৈরি। আর তাই তো তিনি আজ সকলের প্রিয় 'মাস্টারজি'।
আরও পড়ুন-সরোজ খানকে কবরস্থ করার পর কান্নায় ভেঙে পড়লেন মাস্টারজির মেয়ে