রাজ্যে আজ প্রচারে আসছেন মোদী, বাঁকুড়া-আসানসোলে নমো ঝড়ের পূর্বাভাস
রাজ্যে আজ ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। বাঁকুড়া ও আসানসোলে জনসভা করবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর। সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রথম সভা বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে। সভা দলীয় প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে। মোদীর দ্বিতীয় সভা আসানসোলের পোলো ময়দানে। বাবুল সুপ্রিয়র সমর্থনে।
রাজ্যে আজ ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। বাঁকুড়া ও আসানসোলে জনসভা করবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর। সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রথম সভা বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে। সভা দলীয় প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে। মোদীর দ্বিতীয় সভা আসানসোলের পোলো ময়দানে। বাবুল সুপ্রিয়র সমর্থনে।
শুধু বামেরাই নয়। এখনও কংগ্রেসও অভিযোগ তুলতে শুরু করেছে। নির্বাচনের পর নরেন্দ্র মোদীকে সরকার গড়তে সাহায্য করবেন মমতা বন্দ্যেপাধ্যায়। মুসলিম সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে প্রতিটি জনসভাতেই প্রবলভাবে এই অভিযোগ খারিজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন বারবার মোদী-মমতা আঁতাতের সম্ভাবনা উঠে আসছে আলোচনায়।
এই অবস্থায় মোদী মমতার বিরুদ্ধে শ্রীরামপুরের সুর বজায় রাখেন না রাজনাথের পথে হাঁটেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।