রাজ্যে আরও একজনের শরীরে মিলল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে(Black Fungus) সংক্রমিত এমন সন্দেহজনক ২ রোগীর মৃত্যু হয়েছে বুধবার

Updated By: May 26, 2021, 09:39 PM IST
রাজ্যে আরও একজনের শরীরে মিলল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বুধবার দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে ধরা পড়ল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে। এনিয়ে রাজ্যে মোট ১৩ জনের দেহে মিলল কালো ছত্রাকের সংক্রমণ।

আরও পড়ুন-শুক্রবার থেকে পুরসভায় ১০২ স্বাস্থ্যকেন্দ্রে রোজ ৫০ জনকে Vaccine, বুকিং অ্যাপে

রাজ্যে আরও ৫ জনের দেহে ওই ছত্রাকের সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন কলকাতার একজন।

এখনওপর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার কোনও আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।

আরও পড়ুন-ব্যক্তির গোপনীয়তা তো বটে কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয়, Whatsapp-কে জবাব কেন্দ্রের

এদিকে, ব্ল্যাক ফাঙ্গাসে(Black Fungus) সংক্রমিত এমন সন্দেহজনক ২ রোগীর মৃত্যু হয়েছে বুধবার। এদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের(Alipurduar) এক ৪৭ বছরের মহিলা। অন্যদিকে, নদিয়ায় এক ৫৮ বছরের ব্যক্তির মত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার এক বেসরকারি হাসপাতালে। এনিয়ে ৩ সন্দেহজনক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর মৃত্যু হল রাজ্যে।

.