ভয়াবহ সেকেন্ড ওয়েভের মাঝেই রাজ্যে রাজ্যে Vaccine ঘাটতি

বৃহস্পতিবার দেশজুড়ে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন

Updated By: Apr 8, 2021, 07:25 PM IST
ভয়াবহ সেকেন্ড ওয়েভের মাঝেই রাজ্যে রাজ্যে Vaccine ঘাটতি

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona 2nd Wave)। আর এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি। মজুতে থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে  অভিযোগ বেশকিছু রাজ্যের। বন্ধ করতে হচ্ছে টিকাকরণ কেন্দ্র। ভারতের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক সংস্থা পুণের সেরাম ইন্সটিটিউট (Serum Institute) ইতিমধ্যেই উৎপাদনের মাত্রা পূরণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে। অভিযোগ উঠছে বিদেশে ব্যাপক পরিমাণে রফতানির কারণেই ভারতে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) অভাব দেখা দিচ্ছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে করোনার টিকা যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কোনোভাবেই ঘাটতি দেখা দেবে না।

আরও পড়ুন: বাড়িত বসেই Driving License! নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

প্রসঙ্গত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা ও হরিয়ানা ভ্যাকসিন ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে। সূত্রের খবর, ভ্যাকসিন ঘাটতির কারণে মহারাষ্ট্রে (Maharashtra) ২৬টি টিকাকরণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি কেন্দ্রে টিকা শেষের খবর মিলেছে। এ বিষয়ে পাল্টা স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যগুলি মিথ্যে অভিযোগ করে প্যানিক সৃষ্টির চেষ্টা করছে। মহারাষ্ট্রের সরকার করোনা সংক্রমণ নিয়ে প্রথম দিকে অবহেলা করেছে। আর এখন রাজ্যের অক্ষমতা কেন্দ্রের উপর চাপাতে চাইছে।

আরও পড়ুন: ভোট-বাংলায় বাড়ছে Corona, একটু কি মিটিং-মিছিলে রাশ টানা যেত না!

বৃহস্পতিবার দেশজুড়ে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪  এ এসে দাঁড়িয়েছে। এদিকে বৃহস্পতিবার ৬৮৫ জন মারা গিয়েছেন করোনায় ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।

.