Corona Update: ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত ৩ হাজারের বেশি, বাড়ল সুস্থতার হার

মোট আক্রান্তের প্রায় অনেকটাই কাছাকাছি মোট সুস্থের সংখ্যা

Updated By: Jun 13, 2021, 10:05 AM IST
Corona Update: ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত ৩ হাজারের বেশি, বাড়ল সুস্থতার হার

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Cases) নিম্নমুখী ধারা বজায় রইল রবিবারেও। ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। যদিও দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)। এসে দাঁড়িয়েছে ১০ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন।

আরও পড়ুন: দেশে প্রথম! দশ জন রেজিস্টার করলেই দুয়ারে Vaccine, চালু এই শহরে

আরও পড়ুন: রুখে দেবে হার্টের সমস্যা, কোমর্বিডিটির রোগীদের জন্য ওষুধ আনছে CSIR

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন। মোট আক্রান্তের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে মোট সুস্থের সংখ্যা। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৪ হাজার ৩৯ লক্ষ ৯৮৯ জন। যাঁদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। সুস্থতার হার বেড়ে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.