আপনার ধূমপানের অভ্যাসই কি স্ত্রীর বন্ধ্যাত্বের কারণ?
ওয়েব ডেস্ক: আপনি ধূমপান করেন? আপনি কি অ্যাকটিভ স্মোকার? দুটো প্রশ্নের উত্তর 'না' হলেও আপনি শিকার হতে পারেন বন্ধ্যাত্বের। এমনকি আপানার ঋতুচক্রেও দেখা দিতে পারে নানান সমস্যা। স্বাভাবিক নিয়মে মহিলাদের ঋতুচক্রের প্রক্রিয়া ৫০ বছর বয়স পর্যন্ত চলে। প্যাসিভ স্মোকিংয়ে (পরোক্ষ ধূমপান) ঋতুচক্রের প্রক্রিয়া সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে, এমনটাই দাবি করা হয়েছে এক গবেষণায়। গবেষকদের দাবি, প্রত্যক্ষ ধূমপানের মতই একই ক্ষতি হয় পরোক্ষ ধূমপানেও।
মার্কিন যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কের কলেজে এই নতুন গবেষণায় মহিলাদের ধূমপান করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। পরোক্ষ ধূমপান এবং বন্ধ্যাত্ব সংক্রান্ত বিষয়ে একটি জার্নালও প্রকাশ করেছেন গবেষকরা। তামাক নিয়ন্ত্রক অনলাইন জার্নালে তা প্রকাশও করা হয়েছে।