ভুয় সাইবার প্রতারণা চক্রের হদিশ বিধাননগরে, অধরা মূল চক্রি

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস খোঁজ পেয়েছে এই প্রতারণা চক্রের

Updated By: Feb 17, 2022, 01:39 PM IST
ভুয় সাইবার প্রতারণা চক্রের হদিশ বিধাননগরে, অধরা মূল চক্রি
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বিধাননগরে প্রতারণা চক্রের পরদা ফাঁস। টেকনিকাল সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। ভুয়ো কল সেন্টারের হদিশ পাওয়ার পর সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। 

সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লক থেকে পাওয়া গেছে এই ভুয়ো কল সেন্টারের হদিশ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস খোঁজ পেয়েছে এই প্রতারণা চক্রের। ইতিমধ্যেই সেখান থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। টেকনিকাল সাপোর্ট দেওয়ার নাম করে গ্রাহকদের প্রতারণা করা হত এই কল সেন্টার থেকে। 

আরও পড়ুন: Weather Today: বাড়ছে তাপমাত্রা, শুরু শীতের বিদায়

১৬ জনকে গ্রেফতার করার পরে জানা গেছে যে বিভিন্ন বিদেশি নাগরিকদের মাইক্রসফটের টেক সাপোর্টের নাম করে ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করা হত। যে ১৬ জন  গ্রেফতার হয়েছে তার মধ্যে রয়েছে রাজিব ঝা এবং অভিষেক ভারতি। এদের কাছ থেকে ৩৬টি কম্পিউটার, ১৬টি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ৪টি রাউটার ছাড়াও ১টি সও্যাইপ মেশিন, ১২ পাতার গ্রাহক তথ্যের তালিকা এবং নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

সংস্থার কর্ণধার, দিবাকর ধারা, অরুপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরশ্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃত অন্যান্য ১৬জনকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.