Modesty Insulted: 'অশ্লীল বার্তালাপে'র অভিযোগে থানায় অভিযোগ তরুণীর

বার্তায় সব চেয়ে যা আপত্তিকর ছিল, তা হল, প্রযোজককে 'খুশি করা'র প্রসঙ্গ।

Updated By: Aug 7, 2021, 06:23 PM IST
 Modesty Insulted: 'অশ্লীল বার্তালাপে'র অভিযোগে থানায় অভিযোগ তরুণীর

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর থানায় এক মহিলা শনিবার এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর সঙ্গে অশ্লীল ভাষায় কথাবার্তা (চ্যাট) চালানোর অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তের নাম অভিষেক দাস ওরফে বুবাই। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 

বিশ্বসাহিত্য়ের বেশ কিছু সাহিত্যকর্ম বিভিন্ন সময়ে অশ্লীলতার দায়ে পড়েছে। তবে সাহিত্যে শ্লীল-অশ্লীলতার মাপকাঠিটা বিতর্কিত। কিন্তু দৈনন্দিন জীবনে? না, সেখানে অবশ্যই একটি মাপকাঠি বজায় রাখতে হয়। সভ্য সমাজের স্বাভাবিক ধাঁচায় দু'টি মানুষের কথা ও বার্তায় একটা মান্য শালীনতার বাঁধন তাই অলক্ষ্যেই ছায়া ফেলে রাখে। এই 'মান্য শালীনতার বাঁধন' যদি কোনও ভাবে বিঘ্নিত হয়, তখন সংশ্লিষ্টজন তার প্রতিবাদে মুখর হন, অভিযোগ করেন।

আরও পড়ুন: Fake Visa: জাল ভিসা চক্র, পুলিসি অভিযানে গ্রেফতার মূল চক্রী

অন্তত তেমনই ঘটেছে বলে জানাচ্ছেন কলকাতার এক টেলিসিরিয়াল অভিনেত্রী। এক ব্যক্তি বছর ২৯-এর ওই তরুণীর কাছে যে ভাষায় কাজের 'অফার' এনেছেন তাতে যথেষ্ট অপমানিত বোধ করেছেন তিনি। 'তিনি' যাদবপুরনিবাসী রূপানিতা দাস। অভিযোগ জানিয়ে এসব ক্ষেত্রে যা বিধি, (প্রকাশ্যে, গণমাধ্যমে) নিজের মুখ না দেখানো বা নিজের নাম গোপন রাখা, এ ক্ষেত্রে তেমনটা করতে রাজি হননি স্বয়ং অভিযোগকারিণীই। এই অভিযোগের প্রসঙ্গে রূপানিতা সটান জানান, 'আমি মুখ দেখাব'।

ঘটনা কী ঘটেছিল?

অভিষেক দাস ওরফে বুবাই নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন। তিনি রূপানিতার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তাঁকে একটি ওয়েবসিরিজে কাজের 'অফার' দেন। রূপানিতা কাজ অফারের সেই ভাষাকে আপত্তিকর, অপমানজনক ও অশ্লীল বলে অভিযোগ করেন।

যতদূর জানা গিয়েছে, বুবাইয়ের মাধ্যমে ৩০ মিনিটের একটি সাহসী ভিডিয়ো শুটিংয়ের অফার এসেছিল রূপানিতার কাছে। বুবাইয়ের চ্যাট বলছে, যেখানে 'অর্ধনগ্ন' (half nude)কাজের কথা বলা হয়েছিল। অনস্ক্রিন যৌনতা (sex) দেখানো হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল রূপানিতাকে, তবে চুম্বনদৃশ্য থাকবে, শরীরের ঊর্ধ্বাঙ্গও ক্যামেরায় ধরা হবে, যদিও কম মাত্রায়--এমনও বলা হয়েছিল। 

কিন্তু ওই বার্তায় সব চেয়ে যা আপত্তিকর, তা হল, প্রযোজককে খুশি করার প্রসঙ্গ। রূপানিতাকে বুবাই জানিয়েছিলেন, প্রযোজককে '১০-২০ মিনিট দিলে'ই হবে! 

রূপানিতা সঙ্গে সঙ্গে কিছু জানাননি। তিনি পাল্টা লিখেছিলেন, ভাবছেন, ভেবে জানাবেন। যদিও অন্য প্রান্ত থেকে তাঁকে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত জানানোর কথাই বলা হয়েছিল।

এরপর বিষয়টি নিয়ে আজ, শনিবার থানায় অভিযোগ জানান রূপানিতা। পুলিস তদন্ত শুরু করেছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: BJP-র গুন্ডারা প্রকৃত রং দেখাল, ত্রিপুরায় গুন্ডারাজ প্রকাশ্যে চলে এল: Abhishek

.