সারদকাণ্ডে প্রকৃত তদন্ত হলে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকেও, দাবি আব্দুল মান্নানের

সারদাকাণ্ডে ক্রমশ ঝুলি থেকে বের হচ্ছে বেড়াল। সুদীপ্ত সেনের স্ত্রীর দুশোটি অ্যাকাউন্টে টাকা পয়সার লেনদেন সহ একাধিক সম্পত্তির হদিশ মেলার পাশাপাশি ঘটনায় নাম জড়াচ্ছে বহু শাসক দলের বহু ওজনদার নেতা মন্ত্রীর। সেই বিষয়ে এ দিন প্রশ্ন তুললনে আব্দুল মান্নান, অরুণাভ ঘোষ।

Updated By: Apr 18, 2014, 09:50 PM IST

সারদাকাণ্ডে ক্রমশ ঝুলি থেকে বের হচ্ছে বেড়াল। সুদীপ্ত সেনের স্ত্রীর দুশোটি অ্যাকাউন্টে টাকা পয়সার লেনদেন সহ একাধিক সম্পত্তির হদিশ মেলার পাশাপাশি ঘটনায় নাম জড়াচ্ছে বহু শাসক দলের বহু ওজনদার নেতা মন্ত্রীর। সেই বিষয়ে এ দিন প্রশ্ন তুললনে আব্দুল মান্নান, অরুণাভ ঘোষ।

আব্দুল মান্নানের দাবি, "প্রকৃত তদন্ত হলে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকেও। সারদাকাণ্ডে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়ে যাচ্ছে। কেন সেই নামগুলো প্রকাশ করছে না রাজ্য সরকার?"

অন্যদিকে, অরুণাভ ঘোষের দাবি, "সারদাকাণ্ডে শাসকদল লাভবান হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী চাননি তদন্ত এগোক। আর সেই কারণেই নিষ্ক্রিয় ছিল পুলিস।"

.