Abhishek Banerjee: কয়লাকাণ্ডে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেকের কাঠগড়ায় শুভেন্দু

কয়লাকাণ্ডে এবার কলকাতা ম্যারাথন জেরা ইডির। সাড়ে ৬ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক।

Updated By: Sep 2, 2022, 07:41 PM IST
 Abhishek Banerjee: কয়লাকাণ্ডে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেকের কাঠগড়ায় শুভেন্দু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক:  দিল্লিতে নয়, কয়লাকাণ্ডে এবার কলকাতায় ম্যারাথন জেরা ইডি-র। সাড়ে ছয় ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক অভিযোগ, '৮ মাস আগে পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তোমার কেস দেখে নেব বলে আশ্বাস দিয়েছে শুভেন্দু। সঠিক সময়ে ফোন রেকর্ড প্রকাশ্যে আনব'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমি মিথ্যা বললে শুভেন্দু মানহানির মামলা করুন। আদালতে অডিয়ো ক্লিপ জমা দেব। অডিয়ো ক্লিপের ফরেনসিক পরীক্ষা হোক'। কয়লাকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করলেন অভিষেক।

কয়লাকাণ্ডে ফের তলব। ঘড়িতে তখন ১০টা ৪৩। এদিন সময়ের আগেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লি থেকে কলকাতা এসেছে ইডির টিম। সাড়ে ৬ ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ জন স্পেশাল অফিসার। তাঁরা সকলেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। জেরা চলাকালীন সিজিও কমপ্লেক্স জুড়ে ছিল কড়া নিরাপত্তা।  

আরও পড়ুন: নন্দীগ্রামের নির্বাচন নিয়ে মামলায় 'সুপ্রিম' ধাক্কা শুভেন্দুর

বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'দু'বছর ধরে তদন্ত চলছে। গতকাল সমন হাতে পাই। তৃতীয়বারের জন্য হাজিরা দিলাম। আমায় যখন হাজিরা দিতে বলেছি, হাজিরা দিয়েছে। আমার স্ত্রীকেও এর আগে ডাকা হয়েছে। প্রতিবারই নিটফল শূন্য'। তাঁর আরও বক্তব্য, 'এজেন্সির জুজু দেখিয়ে ভয় দেখানো যাবে না। আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। সাধারণ মানুষের কাছে মাথা নত করব। সিবিআই, ইডি-র কাছে মাথা নত করব না'। 

এর আগে, কয়লাকাণ্ডে দু'বার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কেন? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে কলকাতার জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অভিষেক বলেন, 'এবার কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনা প্রথম নৈতিক জয়'। তাঁর প্রশ্ন, 'যাঁরা বিজেপি চলে গিয়েছে, তাঁদের ডাকা হচ্ছে না? গোরুপাচারের টাকা সরাসরি অমিত শাহ ও বিজেপি নেতাদের কাছে  গিয়েছে। গোরুপাচার নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি বলা উচিত'।

এদিকে কয়লাকাণ্ডে যে ম্যারাথন জেরা করল ইডি, সেদিনই সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগে শীর্ষ আদালতে মামলা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলার শুনানি হল এদিন। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.