Abhishek Banerjee | Ram Navami: ক্রিমিনালদের ধর্ম হয় না, দোষীদের চাই কড়া শাস্তি, হুংকার অভিষেকের

আবেদন করা মানেই অনুমতি নয়। প্রশাসনের গাইডলাইন মানা হয়নি। বিজেপি-র বিরুদ্ধে মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলন করে অভিষেক বলেন, 'পুলিসের পক্ষ থেকে মিছিলের অনুমতি ছিল না। আমি অ্যাপ্লিকেশন দিয়ে মিছিল করতে পারি? কত বড় মিথ্যে কথা।  বাংলার শান্তি নষ্ট করার চেষ্টা চলছে।' 

Updated By: Mar 31, 2023, 06:28 PM IST
Abhishek Banerjee | Ram Navami: ক্রিমিনালদের ধর্ম হয় না, দোষীদের চাই কড়া শাস্তি, হুংকার অভিষেকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসের অনুমতি ছাড়াই কাজিপাড়ায় মিছিল। আবেদন করা মানেই অনুমতি নয়। প্রশাসনের গাইডলাইন মানা হয়নি। বিজেপি-র বিরুদ্ধে মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলন করে অভিষেক বলেন, 'পুলিসের পক্ষ থেকে মিছিলের অনুমতি ছিল না। আমি অ্যাপ্লিকেশন দিয়ে মিছিল করতে পারি? কত বড় মিথ্যে কথা।  বাংলার শান্তি নষ্ট করার চেষ্টা চলছে।' বিজেপিকে নিশানা করে অভিষেকের বক্তব্য, 'বন্দুক-পিস্তল নিয়ে রামনবমীর মিছিল। রামকে স্মরণ করার এ কোন প্রথা? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। উগ্রভাবে ডিজে চালিয়ে রামকে স্মরণ করা এ কোন প্রথা? এতদিন তো বাংলায় দেখিনি। বন্দুক নিয়ে, পিস্তল ঝুলিয়ে রামনবমীর মিছিল। বাংলার প্রত্যেকটা মানুষকে হাতজোড় করে আবেদন করছি কোনও প্ররোচনায় পা দেবেন না। ইচ্ছাকৃতভাবে ভয়, ভীতি, দাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে। গাইডলাইন মেনে শোভাযাত্রা করতে হবে এটাই দেশের আইন। দুটো আলাদা মিছিল বেরিয়েছিল। সেটা একসঙ্গে হয়ে এই গুন্ডামি চালানো হয়েছে।'

আরও পড়ুন, Calcutta high Court: 'হে বন্ধু বিদায়', মেয়াদ শেষ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের..

শ্বেতপত্র দেখিয়ে অভিষেক বলেন, 'চিঠিতে স্পষ্টভাবে পুলিসের তরফে চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই চিঠি দেওয়া হয়েছে। কোনও গাইডলাইন ফলো করা হয়নি। কোমরে বন্দুক, পিস্তল গুঁজে রামনবমীর মিছিল কোথায় হয়? ক্রিমিনালদের কোনও সম্প্রদায় হয় না। যে বাংলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দু'দিন আগে গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে আসে। দু'দিন পর শ্যামবাজারের মঞ্চ থেকে বলছে, টিভির পর্দায় নজর রাখুন। পরদিন দাঙ্গা হয়। এর জন্য কে দায়ী?'

প্রসঙ্গত, কাজিপারাকাণ্ডে ট্যুইট আগেই ট্যুই করেছিলেন তৃণমূল নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির মিছিলে হাতে বন্দুক নিয়ে রয়েছেন এক বিজেপি সমর্খক। পরে তা কোমরে গুঁজে নিতে দেখা যায় তাঁকে। অভিষেকের হুঁশিয়ারি, বিজেপির একটা নেতা বলুক যারা আগুন লাগাচ্ছে, যাদের কোমরে পিস্তল দেখা গেছে তাদের গ্রেফতার দাবি করছি। পুলিস প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়েছিল। এমনই পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। তাতে অভিষেকের দাবি, 'হরিয়ানা ও মধ্যপ্রদেশেও বহুবার এ ধরণের অশান্তি হয়েছে। তাহলে সেখানাকার মুখ্যমন্ত্রীদেরও পদত্যাদের দাবি করুন।' 

আরও পড়ন, Abhishek Banerjee | Ram Navami: ‘বিজেপি-র দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে', কাজিপাড়া নিয়ে বিস্ফোরক অভিষেক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.