JNU-তে বামেদের হিংসার জন্য আমাদের মতো পড়ুুয়াদের মাথা হেঁট হচ্ছে: ABVP

আমাদের মতো পড়ুয়াদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়, জানালেন এবিভিপি নেত্রী। 

Updated By: Jan 13, 2020, 08:26 PM IST
JNU-তে বামেদের হিংসার জন্য আমাদের মতো পড়ুুয়াদের মাথা হেঁট হচ্ছে: ABVP

নিজস্ব প্রতিবেদন: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার ঘটনায় বামেদের কাঠগড়ায় তুলল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।  তাদের দাবি, হিংসা ছড়িয়ে জেএনইউ-কে বদনাম করেছে বামেরা। সোমবার এবিভিপি-র জাতীয় সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠীর কথায়,''জেএনইউ-র পরিচিতি শিক্ষার জন্য হওয়ার উচিত। কিন্তু নকশাল কাজকর্মের জন্য বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়েছে। এই ধরনের লোকেদের জন্য আমাদের মতো পড়ুয়াদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়।''      

জেএনইউকাণ্ডে তদন্তের পর দিল্লি পুলিস জানায়, ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তাতে বাধা দেয় চারটি বাম সংগঠন SFI,AISF, AISA ও DSF। সার্ভাররুমে চালানো হয় ভাঙচুর। এমনকি যে ছাত্ররা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলেন, তাঁদের ভয় দেখানো হয়েছিল। একইসুরে নিধি বলেন,''৫ তারিখ নিয়ে যত আলোচনা চলছে। কিন্তু হিংসা শুধু ৫ জানুয়ারির দিনেই সীমাবদ্ধ ছিল না। ২৮ অক্টোবর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে ষড়যন্ত্র চলেছিল।''   

জেএনইউ ক্যাম্পাসে ৫ জানুয়ারি বাম ছাত্রছাত্রী ও অধ্যাপকদের উপরে হামলার অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে। জখম হয়েছেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ৩৬ জন। ঘটনার পর ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তায় এবিভিপি-র যোগের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ করেছেন এবিভিপি দিল্লির রাজ্য সম্পাদক সিদ্ধার্থ যাদব। তাঁর কথায়,''কোমল শর্মার নামে হোয়াটসঅ্যাপ বার্তা ও রেকর্ডিং ছড়ানো হচ্ছে। সেগুলি কোমলের নয়। আমরা ভুয়ো বার্তা ছড়ানোর জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিসের কাছে আবেদন করেছি।'' তিনি আরও বলেন,''আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির নাম দেখলেও বুঝতে পারবেন সেগুলি এবিভিপি-র হতে পারে না।''

দিল্লি পুলিস জানিয়েছে, চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ভাস্কর বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাবন্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পটেল। এর মধ্যে ঐশী ঘোষ জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী। যোগেন্দ্র ভারদ্বাজ ও বিকাশ পটেল এবিভিপি-র সদস্য বলে জানা গিয়েছে। ডিসিপি আরও জানান, ৫ জানুয়ারি দুপুর ৩.৪৭ মিনিটে পেরিয়ার হস্টেলে হামলা চালায় একদল মুখোশধারী। তাদের মধ্যে ছিলেন JNUSU সভানেত্রী ঐশীও। সোমবার ঐশীর বয়ান রেকর্ড করে দিল্লি পুলিস। 

আরও পড়ুন- JNU-কাণ্ডে সঙ্কটে দীপিকার কোটি টাকার ব্র্যান্ডভ্যালু, আপাতত কোপ বিজ্ঞাপনে

.