রাজ্যের অনুরোধে সাড়া দিল না কেন্দ্র, আলাপনকে মঙ্গলবার কাজে যোগদানের নির্দেশ
মঙ্গলবার নর্থ ব্লকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের চিঠিতে।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পরে রাজ্য সরকারের স্বরাষ্ট্র বর্গ দফতর কেন্দ্রকে জানিয়ে দেয়, আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হচ্ছে না। সেই চিঠির প্রেক্ষিতেই বিকেলে চিঠি আসে মুখ্যসচিবের কাছে। তাতে স্পষ্ট, রাজ্যের অনুরোধে সাড়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নর্থ ব্লকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুখ্যসচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার জন্য ২৮ মে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল। তবে রাজ্য সরকার জানিয়েছে, তারা ছাড়তে চায় না। আইএএস (ক্যাডার) বিধি ১৯৫৪ উল্লেখ করে বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতানৈক্যের পরিস্থিতি তৈরি হলে ভারত সরকারের অধীনেই কাজ করতে হবে। সেক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিক রাজ্য সরকার। ১ জুন সকাল ১০টায় তাঁকে নর্থ ব্লকের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে তাঁকে কাজে যোগ দিতে হবে।
আজ, সোমবার কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি দিল্লি যাননি। বরং মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন।
আরও পড়ুন- করোনার সংক্রমণ হার ও দৈনিক আক্রান্ত কমেছে, নবান্নে সংখ্যা-তথ্য দিলেন Mamata