'তুমি আমার কাছে স্পেশাল, এক্ষুণি স্পেশাল বিমান পাঠাচ্ছি,' Rajib -কে ফোনে Shah
স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পরই সদলবদলে দিল্লি রওনা হওয়ার সিদ্ধান্ত নেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ-ই (Amit Shah) তাঁকে ফোন করেছেন। আর ফোনে বলেছেন,'তুমি আমার কাছে স্পেশাল। এক্ষুণি স্পেশাল বিমান পাঠাচ্ছি।' স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পরই সদলবদলে দিল্লি রওনা হওয়ার সিদ্ধান্ত নেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
সব ঠিকঠাক থাকলে গতকাল, শুক্রবার রাতেই কলকাতায় আসতেন অমিত শাহ (Amit Shah)। তবে, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার জেরে বাংলা সফর স্থগিত রাখতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে (Home Minister)। নইলে বাইপাসের ধারে হোটেলেই তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। দিল্লি যাওয়ার আগে তৃণমূলের সদ্য প্রাক্তন নেতা বলেন,'আমি খুব কৃতজ্ঞ। অমিত শাহ আমাকে বৈঠকে ডেকেছেন। বলেছেন, ভাল লাগলে আজই যোগ দিও। গতকাল দল ছাড়ার পর আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের তরফে ফোন করা হয়েছিল। রাতে হোটেলে সাক্ষাতের সময় দিয়েছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস ও কৈলাস বিজয়বর্গীয় জানান, তাঁর সফর স্থগিত হয়ে গিয়েছে।'
আরও পড়ুন- লড়াইটা BJP বনাম TMC-র, আর বিজেপি জিতে গিয়েছে : Tejasvi Surya
শুভেন্দুর (Suvendu Adhikari) পর রাজীবকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব কতটা আগ্রহী তাও স্পষ্ট হয়ে গিয়েছে। শনিবার সকালে রাজীবের সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ (Amit Shah)। তাঁকে শাহ বলেছেন,'রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) আমার কাছে স্পেশাল। এক্ষুনি স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছি। দিল্লি আসো কথা বলব। বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও জেপি নাড্ডা থাকবেন। কথা বলে সন্তুষ্ট হলে তুমি আজই জয়েন করো।' রাজীব তখন জানান,'একা নই আরও কয়েকজন নেতানেত্রী যাবেন।' শাহের সম্মতির পর উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal), বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি রওনা দেন রাজীব (Rajib Banerjee)। রবিবার ডুমুরজলায় বিজেপির বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দেবেন অমিত শাহ (Amit Shah)। ওই সভায় হাওড়ার নেতার বক্তব্য শুনতে চান তিনি।
বিজেপিতে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাঁর নেত্রী বলে মনে করেন রাজীব। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'উনি আমার নেত্রী। আমার জীবনে ওঁর বিশাল অবদান। আমার অফিসেও ছবি আছে। যে কোনও কারণেই হোক যেতে হচ্ছে। ভাল করে মানুষের জন্যে কাজ করতে পারি, তাই এই সিদ্ধান্ত। রাজনীতিতে একটা শিষ্টাচার থাকা উচিত।'
আরও পড়ুন- তৃণমূলে দুষ্ট চক্র, ভাল মানুষদের থাকতে দিচ্ছে না, দিল্লির পথে অভিমানী Prabir