Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে CBI দফতরে হাজিরা? কলকাতায় অনুব্রত
বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ।
নিজস্ব প্রতিবেদন: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। শেষপর্যন্ত কি তাহলে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেবেন? বোলপুর থেকে কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
গরু পাচার মামলায় সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গল বেঞ্চে। এরপর মামলা গড়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। রক্ষাকবচের আবেদন জানান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'এই মুহূর্তে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপের প্রয়োজন নেই'। ফলে 'অস্বস্তি' বেড়েছে অনুব্রত মণ্ডলের।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ড: ED-র ৪ অফিসারকে কন্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ আদালতের
এদিকে আগামিকাল, বুধবার গরুপাচার মামলায় ফের অনুব্রতকে তলব করেছে সিবিআই। সকাল ১১টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিজাম প্যালেসে। এদিন বিকেলে বোলপুর থেকে কলকাতায় রওনা হন বীরভূমের কেষ্ট। রাজারহাটে নিজের বাড়িতে উঠেছেন তিনি। সিবিআই দফতরে কি হাজিরা দেবেন? খোলসা করেননি অনুব্রত।
আরও পড়ুন: সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া কলেজে পড়ুুয়া বিবাদ, ব্যাপক গন্ডগোল
এর আগে, ভোট পরবর্তী হিংসা মামলায়ও (Post Poll Violence) কিন্তু অনুব্রত মণ্ডলকে দু'বার নোটিশ পাঠিয়েছিল সিবিআই (CBI)। হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত চলবে। তদন্তকারীদের সহযোগিতাও করতে হবে অনুব্রতকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।