অরুণাভ ঘোষের লাইসেন্স বাতিলের দাবি জানাল আলিপুর বার অ্যাসোসিয়েশন

কংগ্রেস নেতা আইনজীবী অরুণাভ ঘোষের বার লাইসেন্স বাতিল করার প্রস্তাব দেওয়া হল। প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস প্রভাবিত আলিপুর বার অ্যাসোসিয়েশন। গত ২৭ অগাস্ট বিধানসভার স্বাধিকারভঙ্গ কমিটি তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়।

Updated By: Aug 31, 2013, 08:13 PM IST

কংগ্রেস নেতা আইনজীবী অরুণাভ ঘোষের বার লাইসেন্স বাতিল করার প্রস্তাব দেওয়া হল। প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস প্রভাবিত আলিপুর বার অ্যাসোসিয়েশন। গত ২৭ অগাস্ট বিধানসভার স্বাধিকারভঙ্গ কমিটি তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়।
আলিপুর বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, এরপরই একটি সাংবাদিক সম্মেলনে নিম্ন আদালতের আইনজীবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন অরুণাভ ঘোষ। স্বাধিকারভঙ্গের কমিটির সাজা ঘোষণা এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর তাঁর বার লাইসেন্স বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি রাজ্য বার কাউন্সিলে পাঠাচ্ছে আলিপুর বার অ্যাসোসিয়েশন।

.