Babul: ২০১৪ সালে দেশের আশা ছিলেন Modi, ২০২৪ সালে Mamata, বললেন তৃণমূলের বাবুল

মমতা কি প্রধানমন্ত্রী মুখ? জবাব দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। 

Updated By: Sep 19, 2021, 05:24 PM IST
Babul: ২০১৪ সালে দেশের আশা ছিলেন Modi, ২০২৪ সালে Mamata, বললেন তৃণমূলের বাবুল

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেও টুইট করতেন 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।' দলবদলের পর রবিবার সেই বাবুলই (Babul Supriyo) মন্তব্য করলেন, ২০২৪ সালে ভারতের অন্যতম আশা মমতা।   

২০২৪ সালে প্রধানমন্ত্রী মুখ কি মমতা? জবাবে বাবুল (Babul Supriyo) বলেন,'সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম সে সম্পর্কে কোনও সন্দেহ নেই। ২০১৪ সালে মোদীজী দেশের আশা ছিলেন। ২০২৪ সালে আমি যে দলে আছি তার পুরোধা আশার তালিকায় শীর্ষে থাকবেন। এর মধ্যে কোনও ত্রুটি নেই।'

তৃণমূলের কাছ থেকে বিরাট সুযোগ পেয়েছে বলে এ দিন ফের জানান বাবুল। তাঁর কথায়,'আমাকে ওঁরা যা বলেছেন, তাতে অনুপ্রাণিত হতে পেরেছি। মনে একটা অপূর্ণতা ছিল। রিটায়ার হার্ট হয়ে যাচ্ছিলাম। রাজনীতি ছাড়া উচিত নয় বলে মত দিয়েছিলেন বহু মানুষ। বাংলার মমতাদিদি,  ভারতের গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠছেন, তিনি আমাকে সুযোগ দিয়েছেন। কাল অভিষেকের সঙ্গেও কথা হয়েছে। আমি অনেক সমর্থন ও ভালোবাসা পেয়েছি। তা-ও এমনটা একটা দল যাদের সঙ্গে আমার খারাপ সম্পর্ক ছিল।' 

আরও পড়ুন- Babul ভালো সংগঠকও নন, রাজনীতিকও নন, BJP-র ভোটে কোনও প্রভাব পড়বে না: Suvendu

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.