তুণীরের জয়দেব বসু সংখ্যা প্রকাশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

কবি জয়দেব বসুকে নিয়ে তুণীরের বিশেষ সংখ্যা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পত্রিকাটি উদ্বোধন করে তিনি বলেন, "রাজনৈতিক বিশ্বাস দৃঢ় থাকলেই ভাল কবিতা লেখা যায় না। কবিতা লেখার জন্য বিশ্বাসের পাশাপাশি প্রয়োজন হয় আলাদা দক্ষতারও।" সিপিআইএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে সোমবার প্রকাশিত হল এই পত্রিকাটি।

Updated By: Feb 11, 2013, 08:56 PM IST

কবি জয়দেব বসুকে নিয়ে তুণীরের বিশেষ সংখ্যা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পত্রিকাটি উদ্বোধন করে তিনি বলেন, "রাজনৈতিক বিশ্বাস দৃঢ় থাকলেই ভাল কবিতা লেখা যায় না। কবিতা লেখার জন্য বিশ্বাসের পাশাপাশি প্রয়োজন হয় আলাদা দক্ষতারও।"
সিপিআইএমের সদর দফতর মুজফ্ফর আহমেদ ভবনে সোমবার প্রকাশিত হল এই পত্রিকাটি।
অনুষ্ঠানে পত্রিকাটি বুদ্ধদেব ভট্টাচার্যর হাতে তুলে দেন তুণীর সংগঠনটির সভাপতি, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, নাট্যকার চন্দন সেন, পত্রিকার এই বিশেষ সংখ্যার সম্পাদক অসীম চট্টরাজ প্রমুখ।
তুণীর আত্মপ্রকাশের সময় থেকেই পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন কবি জয়দেব বসু।

.