TMC, Alo Rani Sarkar: বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী বাংলাদেশি! হাইকোর্টে 'মুখ পুড়ল' আলোরানির

বিজেপির (BJP) বিরুদ্ধে করা আলোরানির ইলেকশন পিটিশন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিবেক চৌধুরী। বিচারপতির নির্দেশ, হাইকোর্টের নির্দেশ কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে মামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Updated By: May 20, 2022, 07:19 PM IST
TMC, Alo Rani Sarkar: বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী বাংলাদেশি! হাইকোর্টে 'মুখ পুড়ল' আলোরানির

নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী আলোরানি সরকার (Alo Rani Sarkar)।  বিজেপির (BJP) বিরুদ্ধে করা তাঁর ইলেকশন পিটিশন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিবেক চৌধুরী। 

বিচারপতির নির্দেশ, হাইকোর্টের নির্দেশ কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে মামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রার্থীর দু'দেশের নাগরিকত্ব রয়েছে। মামলাকারী নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না।

একুশের বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ছিলেন আলোরানি সরকার (Alo Rani Sarkar)। যদিও ভোটে হেরে যান তিনি। এরপর বিজেপির জয়ী প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা করেন তিনি। সেই মামলার শুনানিতেই আদালতে স্বপন মজুমদারের আইনজীবী জানান, আলোরানি বাংলাদেশের নাগরিক। তখনই বিচারপতি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনও ব্যক্তি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। সেটা বেআইনি। ২০১৯-এর লোকসভা ভোটের আগেও বাংলাদেশি অভিনেতাদের দিয়ে ভোটের প্রচার করে বিপাকে পড়েছিল শাসকদল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.