Panchayat election 2023: মনোনয়নের দিন কি বাড়ছে? পঞ্চায়েত ভোট পিছিয়ে ১৪ জুলাই?
মনোনয়ন পর্ব পিছিয়ে গেলে পিছিয়ে যাবে ভোট। আদালতে জানাল কমিশন। সে ক্ষেত্রে ১৪ জুলাই হতে পারে ভোট। কমিশনকে প্রস্তাব হাইকোর্টের।
অর্ণবাংশু নিয়োগী: হাইকোর্টে পঞ্চায়েত মামলার (Panchayat election 2023) শুনানি। মনোনয়ন জমার সময় যথোপযুক্ত নয় বলে মনে হচ্ছে। এদিন পঞ্চায়েত মামলায় হাইকোর্টে সওয়াল-জবাব শুরু হয়। পঞ্চায়েত মামলায় কমিশনকে আদালত প্রশ্ন করে, যে দিনে বিজ্ঞপ্তি সেই দিনেই মনোনয়ন জমা শুরু কীভাবে? মনোনয়ন জমা নেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল? পাল্টা হাইকোর্টে কমিশন জানায়, নির্বাচনে ৭দিন সময় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন, Panchayat election 2023: মনোনয়ন পর্বেই অশান্তি! রাজ্যে বিশেষ মানবাধিকার পর্যবেক্ষক পাঠাচ্ছে NHRC
প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করে রাজ্য নির্বাচন কমিশন। প্রাথমিক প্রস্তাবে আদালত জানায়, '১৫ জুন মনোনয়ন পেশের দিন শুরু, ২১ জুন মনোনয়নের শেষ দিন, ২৩ জুন স্ক্রুটিনি এবং ২৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন', ১৪ জুলাই নির্বাচন করা হোক'। তবে কমিশনের বক্তব্য, আদালত নির্দেশ দিলে ১৬ ই জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত কমিশন। আগের নির্বাচনে সাতদিন সময় দেওয়া হয়েছিল। একদিন বাড়ানো যেতে পারে বলে দাবি কমিশনের।
কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির, সাধারণ নির্বাচন কত সময় দেওয়া হয়? পার্লামেন্ট নির্বাচনে কত সময় দেওয়া হয়? যে দিনে বিজ্ঞপ্তি সেই দিনেই মনোনয়ন জমা শুরু কি ভাবে হয়! মনোনয়ন জমা নেওয়ার জন্য সবাই কি প্রস্তুত ছিল? হাইকোর্টের বক্তব্য, সবাই যাতে সুযোগ পান তেমন সময়সূচি করা দরকার। আপনারা ভেবে দেখুন।
সংবাদ মাধ্যমে দেখলাম, সঠিক ভাবে মনোনয়ন পত্র পাওয়া যাচ্ছে না! মনোনয়নের দিন পিছিয়ে গেলে নির্বাচনের দিন পিছিয়ে যাবে। সেটা ১৪ জুলাই হতে পারে!
শুক্রবারই বিজ্ঞপ্তি জারি হল, আবার শুক্রবারই মনোনয়ন গ্রহণ শুরু হল। এতে তো প্রশাসনও প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না। মন্তব্য প্রধান বিচারপতির। কমিশন জানান, একদিন সময় বাড়ানো যেতে পারে কারণ নিয়ম সেটা করার অনুমতি দিচ্ছে। নইলে নয়। জমা দেওয়ার সময় তিনটে বলা হলেও সেটা শেষ করতে করতে ৫টা হয়ে যাচ্ছে। তাহলে যে চার ঘণ্টা দেওয়া হয়েছে মনোনয়ন জমার জন্য সেটাও পর্যাপ্ত নয়, সওয়াল বেঞ্চের।
পঞ্চায়েত নির্দল প্রার্থীদের জন্য সবথেকে শক্তিশালী জায়গা। তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হতে চান না। প্রার্থীদের সম্পত্তির খতিয়ান, কোনও ফৌজদারি মামলা আছে কিনা সেটা জানাতেও তো প্রার্থীদের সময় লাগবে। মনোনয়ন জমা চলুক, সময় বাড়ান এবং নিময় মতো যে ভাবে নির্বাচন নির্ঘন্ট করা দরকার সেই মত করুন, পরামর্শ বেঞ্চের। বিডিও এসডিও তাদের প্রস্তুত করাটা খুব দরকার। কমিশনের বক্তব্য, সবাই প্রস্তুত। সিসিটিভি, ভিডিও গ্রাফি করতেও প্রস্তুত।
আরও পড়ুন, Panchayat Election 2023: সন্ত্রাস হলে পাল্টা মার; আইন আমি বুঝে নেব, সরব বিকাশরঞ্জন