বর্ধমানে সুইমিং পুলে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে এবার CBI

  বর্ধমানের সুইমিংপুলে কলেজ ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

Updated By: Mar 15, 2019, 02:45 PM IST
বর্ধমানে সুইমিং পুলে ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে এবার CBI

নিজস্ব প্রতিবেদন:  বর্ধমানের সুইমিংপুলে কলেজ ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
তদন্তে একাধিক অসঙ্গতির কারণে সিআইডির হাত থেকে তদন্তভার কেড়ে নেওয়া হল। 

২০১২ সালের  ২ সেপ্টেম্বর বর্ধমানের সুইমিং পুল থেকে উদ্ধার হয় ২১ বছরের রমেন সামন্তের দেহ। সিআইডির হাত থেকে মামলা সিবিআইকে দেওয়ার জন্য ২০১৩ সালে  মামলা দায়ের হয় হাইকোর্টে।

মামলার ভিত্তিতে ময়নাতদন্তের রিপোর্ট এবং ভিডিওগ্রাফ সম্বলিত সিডি হাতে পান নিহত ছাত্রের বাবা।

'স্পর্শকাতর বুথ' বিতর্কে কমিশনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, চাপে বিরোধীরা

পরিবারের অভিযোগ, যে সিডি তাঁরা পেয়েছেন তা বিকৃত করা হয়েছে। গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হয়েছে। বেশ কিছু ক্লিপ আলাদা করে ঢোকানো হয়েছে। 
এরফেল সিআইডির বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন নিহত ছাত্রের বাবা। এদিন এই মামলার শুনানি ছিল। এদিন বিচারপতি দেবাংশু বসাক সিআইডিকে প্রশ্ন করেন, সুইমিং পুলে ডুবে ছাত্রের মৃত্যু হলেও, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কীভাবে তাঁর ফুসফুসে বালি পাওয়া গেল? যদিও সিআইডির পক্ষ থেকে এ প্রশ্নের কোনও উত্তর মেলেনি। 
এরপরই এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় আদালত। বিচারপতির নির্দেশ,  সিবিআইয়ের এসপি পদমর্যাদার কোনও অফিসার এই মামলার তদন্ত করবেন এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি করবেন।

.