SSC: নবম-দশম শ্রেণিতে নিয়োগে 'দুর্নীতি'; এবার মামলাকারীকে তলব CBI-র

নিয়োগ সংক্রান্ত নথি, এমনকী শংসাপত্রও পেশ করার নির্দেশ দেওয়া হল নিজাম প্যালেসে। অভিযুক্তদেরও তলব করা হবে বলে CBI সূত্রে খবর।

Updated By: May 26, 2022, 08:01 PM IST
 SSC:  নবম-দশম শ্রেণিতে নিয়োগে 'দুর্নীতি'; এবার মামলাকারীকে তলব CBI-র

Eনিজস্ব প্রতিবেদন: SSC-র নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। মামলাকারী অনিন্দিতা বেরাকে নোটিস পাঠিয়ে তলব করল CBI।  নিয়োগ সংক্রান্ত নথি, এমনকী শংসাপত্রও পেশ করার নির্দেশ দেওয়া হল নিজাম প্যালেসে। কবে? আগামি সপ্তাহের হাজিরা তা জানিয়ে দেওয়া হবে বলে CBI সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। SLST মাধ্যমে নবম ও দশম শ্রেণিতে শিক্ষক পদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন বা SSC। কীভাবে নিয়োগ? ৫ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরি পান সফল পরীক্ষার্থীরা। অভিযোগ, প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক দু'বার রেকমেন্ডশন লেটার পাঠানো হয়েছে। তাও আবার SMS-র মাধ্যমে! এমনকী, সেই সুপারিশ অনুযায়ী চাকরিও করছিলেন তিনি।

আরও পড়ুন: Exclusive: SSC-তে শূন্যপদের থেকেও বেশি সুপারিশপত্র! বাগ কমিটির রিপোর্ট নয়া তথ্য

কেন এভাবে নিয়োগ? নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন করে FIR-ও দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্রেফ মামলাকারী নয়, যাঁরা বেআইনিভাবে পথে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদেরকেও CBI তলব করবে বলে খবর।

আরও পড়ুন: Jagdeep Dhankhar, Mamata Banerjee: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এবার রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.