বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি-রাজ্যপালের সামনে বিরোধীদের মুখ বন্ধ রাখার নিদান মুখ্যমন্ত্রীর
Mamata banerjee asks opposition party to remain mum while assembly is going. whit bengal assembly is celebrating its of 75 birth anniversary. President Pranab mukherjee and governor M K narayanan was present on this occasion.
বিরোধীদের মুখ বন্ধ রাখার পরমার্শ প্রায়ই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রম ঘটল না বিধানসভার বিশেষ অনুষ্ঠানেও। প্রথমে বিধানসভায় দাঁড়িয়ে গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা নিয়ে দীর্ঘ বক্তব্য। এরপর অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জন্য বিরোধীদের তুলোধনা। সবশেষে বিধানসভা থেকে বেরিয়ে দলীয় জনসভায় মুখ্যমন্ত্রী বললেন, এই মুহুর্তে চেয়ার তাঁর দখলে। তাই বিরোধীদের উচিত তাঁকে সম্মান দেখিয়ে কাজের সুযোগ দেওয়া।
বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি-রাজ্যপাল এমনকি মুখ্যমন্ত্রী নিজেও গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদের অধিকার নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন। কিন্তু তারপরেও তিনি যে বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগানোরই পক্ষে তা কিন্তু এদিনও পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী।