মুখ্যমন্ত্রীর আশ্বাসে সাময়িকভাবে অনশন প্রত্যাহার SSC আন্দোলনকারীদের

 জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা। তার মধ্যে কিছু না হলে ফের অনশনে বসার হুঁশিয়ারী দিয়েছেন এসএসসি আন্দোলনকারীরা। 

Updated By: Mar 28, 2019, 04:58 PM IST
মুখ্যমন্ত্রীর আশ্বাসে সাময়িকভাবে অনশন প্রত্যাহার SSC আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদন: সাময়িকভাবে অনশন প্রত্যাহার করে নিলেন এসএসসি আন্দোলনকারীরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁরই আশ্বাসে সাংবাদিক বৈঠক করে অনশন প্রত্যাহার করার কথা জানালেন তাঁরা।

 

 জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা। তার মধ্যে কিছু না হলে ফের অনশনে বসার হুঁশিয়ারী দিয়েছেন এসএসসি আন্দোলনকারীরা। এই নিয়ে ২৯ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন তাঁরা। 

ইউটিউবে ভিডিও দেখে বাইক চুরি! বাগুইআটিতে ধৃত ৬ পড়ুয়া
নবান্নে বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, কমিটি একটু সময় চেয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের সমস্ত অভাব অভিযোগ শুনেছেন। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এদিনও আন্দোলনকারীদের কাছ থেকে কিছু নথি চাওয়া হয়। সেগুলো তাঁরা জমা দেন। এরপরই মেয়ো রোডে ফিরে গিয়ে সাংবাদিক বৈঠক করে অনশন প্রত্যাহারের কথা বলেন তাঁরা। 

 

.