চিটফান্ডের প্রণেতা কারা তা নিয়ে কাজিয়া মুকুল-অসীমের

তৃণমূলের আমলে কোনও চিটফান্ড হয়নি। আসলে সিপিআইএমের লোকেরাই চিটফান্ড চালাত। চিটফান্ড নিয়ে তৃণমূলে সরকারের বিরুদ্ধে আসীম দাশগুপ্তের অভিযোগের  প্রেক্ষিতে আজ একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত অভিযোগ করেছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে চিটফান্ড আটকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল নতুন সরকারে আমলে তা মানা হয়নি, তাই চিটফান্ডের রমরমা।

Updated By: Oct 27, 2013, 10:00 PM IST

তৃণমূলের আমলে কোনও চিটফান্ড হয়নি। আসলে সিপিআইএমের লোকেরাই চিটফান্ড চালাত। চিটফান্ড নিয়ে তৃণমূলে সরকারের বিরুদ্ধে আসীম দাশগুপ্তের অভিযোগের  প্রেক্ষিতে আজ একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত অভিযোগ করেছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে চিটফান্ড আটকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল নতুন সরকারে আমলে তা মানা হয়নি, তাই চিটফান্ডের রমরমা।
ব্যক্তিগতস্তরে কে কী বললেন তাতে কিছু যায় আসে না। পাহাড়ের মানুষ চাইছেন শান্তি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। পাহাড়ে বিমল গুরংয়ের পাল্টা সভা নিয়ে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়।
পুলিস দিয়ে বহরমপুর পুরসভা দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না। অধীর চৌধুরীর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক শক্তি নিয়ে কটাক্ষ করেন মুকুল রায়। মোর্চা যাই বলুক না কেন পাহাড় হাসছে। বললেন তৃণমূল নেতা মুকুল রায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পাহাড়ে রাজনৈতিক জমি দখলের লড়াই চালিয়ে যাবে তৃণমূল।   

.