শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তুলকালাম, সংঘর্ষ কংগ্রেস-পুলিসের

পুলিস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। হলদিয়া থেকে এবিজির বিদায় নিয়ে আজ একটি প্রতিবাদ মিছিল বের করে উত্তর কলকাতা আইএনটিইউসি। বেলগাছিয়া থেকে মিছিলটি শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত আসে। হলদিয়া কাণ্ডে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করে মিছিল থেকে স্লোগানও দেওয়া হয়।

Updated By: Nov 5, 2012, 06:19 PM IST

পুলিস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। হলদিয়া থেকে এবিজির বিদায় নিয়ে আজ একটি প্রতিবাদ মিছিল বের করে উত্তর কলকাতা আইএনটিইউসি। বেলগাছিয়া থেকে মিছিলটি শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত আসে। হলদিয়া কাণ্ডে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করে মিছিল থেকে স্লোগানও দেওয়া হয়।
শ্যামবাজারে এসে কুশপুতুল দাহর পাশাপাশি, বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিস অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে কংগ্রেস কর্মীদের। ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিস। অশান্তি জেরে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।     

.