সমন্বয় কমিটির দাবিতে সরব কংগ্রেস

জোট গড়ে সরকার গড়ার ছয় মাসের মধ্যেই সমন্বয় কমিটি গড়ে তোলার দাবিতে সরব হল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, তার অনেক নীতির সঙ্গেই তারা সহমত পোষণ করেন না। পঞ্চায়েত নিয়েও মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করে আগামী কুড়ি তারিখ পঞ্চায়েত রাজ সম্মেলনেরও ডাক দেওয়া হয়েছে।

Updated By: Nov 17, 2011, 05:58 PM IST

জোট গড়ে সরকার গড়ার ছয় মাসের মধ্যেই সমন্বয় কমিটি গড়ে তোলার দাবিতে সরব হল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, তার অনেক নীতির সঙ্গেই তারা সহমত পোষণ করেন না। পঞ্চায়েত নিয়েও মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করে আগামী কুড়ি তারিখ পঞ্চায়েত রাজ সম্মেলনেরও ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক হওয়া সত্বেও তৃণমূল কংগ্রেসকে অনেক সিদ্ধান্তই জানানো হয় না। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়ে এসেছিলেন তৃণমূলের সাংসদরা। দাবি করা হয়েছিল সমন্বয় কমিটি গড়ার। রাজ্যের ক্ষেত্রে ঠিক উল্টো ছবি। সরকারের বহু কাজে অসন্তুষ্ট জোট কংগ্রেসের পক্ষ থেকে এবার সমন্বয় কমিটি গড়ার দাবি তোলা হল। পঞ্চায়েত স্তরে মুখ্যমন্ত্রী চান আমলাদের বাড়তি গুরুত্ব দিতে। বিডিওদের সম্মেলনে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গীর কড়া বিরোধিতা করেছেন প্রদেশ সভাপতি। শুধু আমলাতন্ত্রই নয়, পঞ্চায়েত পরিচালনার প্রশ্নে সরকারের বেশ কিছু দৃষ্টিভঙ্গীরও সমালোচনা করেছেন প্রদীপ ভট্টাচার্য। এই অবস্থায় একা লড়ার প্রস্তুতিও যে কংগ্রেস শুরু করে দিয়েছে তাও অনেকটা স্পষ্ট।
 

.