কপ্টারে চড়ে আজ বাঙালি গেল গঙ্গাসাগর, কাল যাবে দুর্গাপুর

প্রথম দিনই হাউসফুল। হেলিকপ্টারে গঙ্গাসাগর যাত্রা। কলকাতার সাতজনের এই অভিজ্ঞতা হল রবিবার সকালে। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে রাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট পেলেন সাতজন সৌভাগ্যবান। আপাতত সপ্তাহে শুধুমাত্র রবিবার একবার এই পরিষেবা পাওয়া যাবে। মাত্র আধঘন্টাতেই গঙ্গাসাগরে যাওয়া যাবে।

Updated By: Dec 29, 2013, 10:49 PM IST

প্রথম দিনই হাউসফুল। হেলিকপ্টারে গঙ্গাসাগর যাত্রা। কলকাতার সাতজনের এই অভিজ্ঞতা হল রবিবার সকালে। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে রাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট পেলেন সাতজন সৌভাগ্যবান। আপাতত সপ্তাহে শুধুমাত্র রবিবার একবার এই পরিষেবা পাওয়া যাবে। মাত্র আধঘন্টাতেই গঙ্গাসাগরে যাওয়া যাবে।

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা থেকে চালু হল এই কপ্টার পরিষেবা৷ বেহালায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা কপটার গ্রাউন্ড থেকে আজ সকাল সাড়ে দশটায় শুরু হয় এই কপ্টার পরিষেবা।

প্রতি রবিবার কপ্টারে করে যাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগরে৷ ভাড়া, মাথাপিছু দেড় হাজার টাকা৷ সোমবার, কলকাতা থেকে দুর্গাপুর৷ মাথাপিছু ভাড়া চার হাজার দু’শো টাকা৷ বুধবার হেলিকপ্টার যাবে কলকাতা থেকে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট৷ মালদা পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া তেরোশো টাকা৷ বালুরঘাট গেলে ভাড়া পড়বে ১৫০০ টাকা৷ শনিবার কপ্টারে চেপে যাওয়া যাবে শান্তিনিকেতনে৷ ভাড়া মাথাপিছু দেড় হাজার টাকা৷

.