Coromandel Express Accident: ভাঙা কামরা, উপড়ে যাওয়া লাইন দেখে আতঙ্কে দুর্ঘটনাস্থল পেরিয়ে আসা যাত্রীরা
ট্রেনের যাত্রীরা এখনও শিউরে উঠছেন। ঘটনাস্থলের পাশের দৃশ্য তারা দেখেছেন আজ সকাল ৭.২০মিনিটে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইন। অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকা একাধিক কামরা। আর একাধিক কামরা যা বিশাল সবুজ ত্রিপল দিয়ে ঢাকা।
অয়ন ঘোষাল: ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১২.৩২ মিনিট। শালিমার স্টেশনে ঢুকল ডাউন শ্রী জগন্নাথ এক্সপ্রেস। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাস্থলের ২ নম্বর ডাউন লাইন পুনর্নিমাণের পর এটিই ছিল সেই লাইন দিয়ে পাস করা প্রথম যাত্রিবাহী ট্রেন।
ট্রেনের যাত্রীরা এখনও শিউরে উঠছেন। ঘটনাস্থলের পাশের দৃশ্য তারা দেখেছেন আজ সকাল ৭.২০মিনিটে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইন। অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকা একাধিক কামরা। আর একাধিক কামরা যা বিশাল সবুজ ত্রিপল দিয়ে ঢাকা।
আরও পড়ুন: WATCH: ভয়ংকর দৃশ্য! চার-পাঁচটি বাঘ ঘিরে ফেলেছে পর্যটকদের! তারপর?
এরা শুক্রবার সবাই যখন পুরীতে, তখনই সন্ধে ৬.৫৫ মিনিটে ঘটেছিল ভারতীয় রেলের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। অনেকেরই মনে তৈরি হচ্ছিল আশঙ্কা। ফিরতে পারব তো? পুরীতে দিনের পর দিন অকারণে আটকে থেকে হোটেল ভাড়া গুনতে হবে না তো? কেউ ভাবেন নি, শনিবার সকাল থেকে কাজ শুরু হয়ে রবিবার মধ্যরাতেই তৈরি করা যাবে নতুন ট্র্যাক। রেলের তৎপরতাকেও অকুণ্ঠ ধন্যবাদ দিচ্ছেন অনেকে।
আরও পড়ুন: Odisha Train Derailed: দুর্ঘটনার পর বালেশ্বর রেল পরিষেবা শুরুর দিনই, ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন
তবে রেকের সমস্যা ও আনুষঙ্গিক একাধিক কারণে আজও জগন্নাথ এবং করমণ্ডলের মতো একাধিক এলিট ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। শালিমার স্টেশনে তাই প্রচুর মানুষ শুয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। গন্তব্যে পৌছানোর উদ্দেশ্যে।