Remdesivir-এর এক একটি ভায়াল বিক্রি হচ্ছিল ২৫ হাজারে, পুলিসের জালে ৩

ধৃতদের জেরা করে হেস্টিংস থানা এলাকার চ্যাপেল রোড থেকে দেবব্রত সাহু নামে(৩৬) এক যুবককেও গ্রেফতার করে পুলিস

Updated By: May 13, 2021, 03:40 PM IST
Remdesivir-এর এক একটি ভায়াল বিক্রি হচ্ছিল ২৫ হাজারে, পুলিসের জালে ৩

নিজস্ব প্রতিবেদন: অতিমারীর এই সময়ে দেশজুড়ে করোনা চিকিত্সার ওষুধের আকাল। এই সময়েও ওষুধের কালোবাজারিতে নেমেছে কিছু লোক। করোনা চিকিত্সায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির(Remdesivir) চড়া দামে বিক্রির অভিযোগে ডায়মণ্ডহারবার রোড থেকে ৩ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা।

আরও পড়ুন-ক্লান্তি ও অক্সিজেনের অভাবে মৃত্যু দুই এভারেস্ট অভিযাত্রীর

বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে মোট ১৩২ ভায়াল রেমডিসিভির(Remdisivir)। প্রতিটি ভায়ালের দাম ২৭০০ টাকা। ধৃতদের মধ্যে রয়েছে ইন্দ্রজিত্ হাজার(৪১) ও রাজকুমার চৌধুরী(৪৭)। অভিযোগ ২৭০০ টাকা দামের এক একটি ভায়াল তারা গড়িয়াহাটের(Gariahat) একজনকে বিক্রি করছিল ২৫,০০০ টাকায়।

আরও পড়ুন-5G-র জন্য ভারতে Corona সংক্রমণ? কী বলছে কেন্দ্রীয় সংস্থা?

ধৃতদের জেরা করে হেস্টিংস থানা এলাকার চ্যাপেল রোড থেকে দেবব্রত সাহু নামে(৩৬) এক যুবককেও গ্রেফতার করে পুলিস। তার কাছে থেকে ১০০ মিলিগ্রামে মোট ১২০টি রেমডিসিভির ভায়াল উদ্ধার হয়েছে।  তিন জনের বিরুদ্ধ বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা মামলা করা হয়েছে।    

.