Covid Restriction: হোলি উপলক্ষে নাইট কার্ফুতে ছাড়, রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ
১৭ মার্চ রাতে নিষেধাজ্ঞা থাকছে না।
নিজস্ব প্রতিবেদন: হোলি উপলক্ষ্যে নাইট কার্ফু বা রাত্রিকালীন নিষেধাজ্ঞায় ছাড় একদিনই। রাজ্য়ে কোভিড বিধিনিষেধের (Covid Restriction) মেয়াদ ফের বাড়ল। এবার ৩১ মার্চ পর্যন্ত। নির্দেশিকার জারি করে জানাল নবান্ন।
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ কার্যত শেষ। ওমিক্রনের আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে জনজীবনে। আগামিকাল, বুধবার শেষ হচ্ছে মাধ্যমিক। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এরমাধে আবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Bypolls: রাজ্যের আর্জি খারিজ, ১২ এপ্রিলই ভোট বালিগঞ্জ ও আসানসোলে
এদিকে রাজ্যে কোভিড বিধিনিষেধ কিন্তু বহাল রয়েছে এখনও। এর আগে, ১৫ মার্চ পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছিল নবান্ন। পরে আবার নির্দেশিকা জারি করা হয়, হোলি উপলক্ষ্যে ১৭ মার্চ রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা বা নাইট কার্ফ থাকবে না। সেই নির্দেশ বহাল রেখেই ফের বিধিনিষেধ মেয়াদ বাড়ানো হল।
আরও পড়ুন: SSC: 'প্যানেলে নাম নেই, তাও কীভাবে চাকরি পেলেন'?, হাইকোর্টে প্রশ্নের মুখে চাকরিরতরা