CPM: রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য বিমান বসু? দাবি উঠল সিপিএমের অন্দরে

বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য কমিটির বৈঠকে।

Updated By: Jul 6, 2022, 11:11 PM IST
 CPM: রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য বিমান বসু? দাবি উঠল সিপিএমের অন্দরে

মৌমিতা চক্রবর্তী: বয়সজনিত কারণে CPM-র পলিটব্যুরো থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বামফ্রন্টের এবার দলের রাজ্য় কমিটির সদস্যরাও চান, ফ্রন্টের চেয়ারম্যান ও রাজ্য় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে থাকুন বিমান বসু।

যৌবনে রাজনীতির টানে বাড়ি ছেড়েছিলেন। সেই থেকে বিমান বসুর ঠিকানা আলিমুদ্দিনের তিনতলা। সদ্য জন্মদিন গেল। ৮৩-তে পা দিলেন প্রবীণ এই বামনেতা। এপ্রিলে কেরলের কান্নুরে বসেছিল সিপিএম-র পার্টি কংগ্রেস। বয়সজনিত কারণে পলিটব্যুরো থেকে অব্যাহতি নেন বিমান বসু। এখন তিনি শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য।

আরও পড়ুন: ফের ডামাডোল সিপিএম-এর অন্দরে, সম্পাদকমণ্ডলী নিয়ে তরজা তুঙ্গে উত্তর ২৪ পরগনায়

এদিকে ২৪ বছর ধরে এ রাজ্যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই দায়িত্ব থেকে কি অব্যাহতি নেবেন? রাজি ছিলেন না, তবে শেষপর্যন্ত রাজি করানো গিয়েছে! রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই। এবার রাজ্য কমিটিতেও বিমান বসুকে স্থানীয় আমন্ত্রিত সদস্য করার দাবি উঠল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.